এক্স_গার্লফ্রেন্ড_যখন_পুলিশ_অফিসার

গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে এর কোন মিল নেই। মিল থাকলেও লেখক তার জন্য দায়ী নয়।]

সকালবেলা মনের শান্তি??

আবেগ দ্বারা জীবন চালিত করতাম। আমি ঠিক হলে এই বয়সের প্রায় ৮০ ভাগ ছেলে-মেয়ে আবেগ দিয়ে জীবন চালায়। আমিও তাদের একজন ছিলাম।

 

আবেগের বসে বাসা থেকে পালিয়ে আসি। আর এসে পরি যান্ত্রিক শহর ঢাকাতে। আর এখানেই আংকেলের সাথে কেটে যায় দীর্ঘ ৮ বছর।

ওহ সরি,,এত আংকেল আংকেল করতেছি আপনাদের তো আংকেলের নামই বলা হয় নি। আংকেলের নাম হচ্ছে রফিক চৌধুরী। তিনি পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আর বাকি সব কিছু গল্পে আস্তে আস্তে জানতে পেরে যাবেন।

 

আর একটা বিষয় আমি বাসা কেন ছেড়ে চলে এসেছিলাম.? আর এতে কি আমার পরিবারের কোন দোষ ছিল.? নাকি আমারই কোন দোষ ছিল.? এই সব কিছু পরে কোন এক সময় বলব।

আর আমি বর্তমানে কিসের চাকরি করি এটা অজানাই থাক। পরে সারপ্রাইজ দিব আপনাদেরকে। এখন গল্পে ফেরা যাক চলুন......!!!!!!

 

জাকির সাহেবের ফোন রেখে মোবাইলের স্কিনে তাকিয়ে দেখি রাত ১১ টা বাজে। অনেক রাত হয়ে গেছে।

 

এরপর ঘুমাতে যাব তখনই একটা কথা মনে পরল।

তাই মোবাইলে থেকে নিজের পার্সোনাল সিমটা খুলে ফেলে। একটা অবৈধ সিম প্রবেশ করাই আমার মোবাইলে। এরপর মোবাইল অন করে ল্যাপটপ থেকে একটা নাম্বার উঠিয়ে কল করি সেই নাম্বারে।

 

কিছু সময় রিং হওয়ার পরে কল রিসিভ করল..

 

কিন্তু মজার বিষয় হচ্ছে ফোন রিসিভ করে কোন কথা বলতেছে না। একদম চুপ করে আছে। অনেক চালাক আছে। তাই আমি বললাম,,,

 

--- মি. এনামুল আপনি তো দেখছি অনেক চালাক। কিন্তু এত চালাক হয়েও আপনি ফেসে গেলন..!!খুব খারাপ লাগতেছে আপনার জন্য। (আমি রহস্য ভরা কন্ঠে)

 

--- কে..? কে বলছেন আপনি.? আর আমার নামই বা জানলেন কিভাবে.? নাম্বার পেয়েছেন কই.??(উত্তেজিত হয়ে)

 

--- কুল... কুল... এত ব্যস্ত হলে চলবে। আপনার বিপি হাই হয়ে যাচ্ছে যে..!!(আমি)

 

এইবার এনামুল অনেক ভয় পেয়ে যায়। কারন সে ভাবতে লাগল যে আমি কি করে তার এই সব পার্সোনাল বিষয় জানলাম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। আর তার এত ভয় পাওয়ার কারন হচ্চে,,সে অনেক খারাপ কাজ করে থাকে। যেগুলো সে সব গোপনে করে যায়। এই তো তিন দিন আগে একটা মেয়েকে জোর করে রেপ করে মেরে ফেলেন তিনি। আর এইটা করতে তাকে কেউ দেখে ফেলে। কিন্তু কে দেখে ফেলে সেইটা সে জানে না। তাই একটু ভয়ে আছে।এইভাবে এক মাস কেটে গেল। এর মাঝে প্রতি দিন আমি শিনলাকে ইম্রেস করার জন্য অনেক কিছু করেছি। কিন্তু তাতে কোন লাভ হয় নি। তাই ভাবলাম যে আর শিমলার পিছে ঘুরব না। আমি সিংগেল আছি সিংগেলই থাকব। আমার জীবনে কোন প্রেম ভালোবাসা আর আসবে না মনে হয়। তাই এই সব নিয়ে আর না ঘাটাই ভালো।।

 

আজকে এক সপ্তাহ পরে স্কুলে এলাম। এই এক সপ্তাহ স্কুলে আসি নাই কারন,,শিমলাকে দেখলে আর নিজেকে আটকে রাখতে পারি না। শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটপট করে। তাই এক সপ্তাহ স্কুলে আসি নাই। যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি।

 

কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই............

 

.


Shohag333

79 Blog posts

Comments