আয় রোজগার বাড়ার দোশা ও আমল?

আসুন জেনে নেই আয় রোজগার বাড়ার দোয়া ও আমল

মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তিনি সবার প্রতিপালক এবং রিজিকদাতা।

 তবে মহান আল্লাহ বিনাশ্রমে রিজিক দেন না; বরং বান্দাকে পরিশ্রম করে আয়-রোজগার করতে হয়। এ কারণেই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়-রোজগার করাকে মুমিনের জীবনের অন্যতম ফরজ আখ্যা দিয়েছেনপবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক: ১৫)।


Badhon Rahman

177 Blog posts

Comments