নদী

নদীমাতৃক বাংলাদেশ

"নদীমাতৃক দেশ বাংলাদেশের মাটি ও মানুষের সাথে নদীর গভীর সম্পর্ক আছে । আমাদের সভ্যতা ও সংস্কৃতি অধিকাংশই গড়ে উঠেছে নদীর কোল ঘেঁষে । আর্থ সামাজিক উন্নয়নে নদীর বিশেষ অবদান রয়েছে ।নদ-নদী এদেশকে জালের মতাে জড়িয়ে রেখেছে। তাই নদীর সাথে গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের গভীর মিতালি।

 

মানুষের জীবন-জীবিকার সাথে সম্পর্ক এদেশের নদীগুলাে গ্রামীণ জনপদকে কর্মচঞ্চল ও গতিময় করে রেখেছে ।বাংলাদেশের প্রধান নদ-নদী বাংলাদেশে ছােটো-বড়াে মিলিয়ে প্রায় সাতশ নদ-নদী রয়েছে। এসব নদীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি প্রভৃতি প্রধান নদ-নদী। এগুলাের উপনদী ও শাখা নদীগুলাে সারাদেশে জালের মতাে ছড়িয়ে আছে ।

 

সাংস্কৃতিক জীবনে নদ-নদীর প্রভাব অপরিসীম। নদ-নদীর শীতল জলের প্রবাহ এদেশের মাটিতে প্রাত্যহিক জীবনকে জীবিকা সন্ধানের জন্য করে তােলে কর্মচঞ্চল। বাংলাদেশের গ্রামীণ অসংখ্য মানুষ জীবিকার জন্য নদীর ওপর নির্ভরশীল। জেলে আর মাঝিদের জীবিকার প্রধান উৎস নদ-নদী। নদী থেকে নানা প্রজাতির মাছ আহরণ করে এদেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করা হয়। 

 

সহজে ও সস্তায় পণ্য পরিবহনের জন্য নদী পথের ব্যবহার এদেশে প্রাচীনকাল থেকেই চলে আসছে। ব্যবসায়-বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র ও সিমেন্ট কারখানা স্থাপনের জন্য নদীই এখনও সবচেয়ে বড়াে সহায়ক। বাংলাদেশের কৃষিক্ষেত্রে নদীগুলাের রয়েছে বিশেষ অবদান।


Hoimonti Shukla

137 Blog posts

Comments