বৃক্ষ

বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদের স্মরণে পুরো বাংলাদেশ জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি । বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই উদ্যোগ গ্রহণ করেছে । স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তা ইত্যাদিতে চলছে বৃক্ষরোপণ । বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখবে "পায়রা" । বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্ততা প্রকাশ করে বেসরকারিখাতে বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’ গাছের চারা বিতরণ চলছে।

 

ছাত্র সমাজের এই ধরনের উদ্যোগ দেশের জন্য মঙ্গলজনক ।

সবুজের সমারোহে ভরে যাক বাংলাদেশ।

বৃক্ষের সঙ্গে বাঁচি বৃক্ষের যত্নে, সুস্থ চিন্তায় ভালো রাখি বাংলাদেশ।'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলা । ছাত্রদের হাতে দেশ ,পথ হারাবে না বাংলাদেশ......??


Hoimonti Shukla

137 Blog posts

Comments