মিথ্যা একটি শব্দ হলেও এর গভীরতা অনেক।
মিথ্যা বলা পাপ জেনেও মানুষ মিথ্যা বলে থাকে। মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। মিথ্যা থেকে পাপ আর পাপ থেকেই মৃত্যু। মিথ্যার আশ্রয় নেয়া মানে নিজেকে সত্য থেকে দূর করা সাময়িক খুশির জন্য আমরা মিথার আশ্রয় বেছে নেই।
কিন্তু এই মিথ্যার আশ্রয় বেশিক্ষণ থাকেনা। মিথ্যা থেকেই পাপ কাজ এর শুরু হয় আর তা আসতে আসতে বড় হতে থাকে।তাই আমরা সবাই চেষ্টা করব মিথ্যা থেকে দূরে থাকার। কোন সময় মিথ্যা বলব না।