জীবন ?

Comments · 48 Views

জীবনের গল্প , সবাই পড়া উচিৎ , সবাই জীবন এক না। আলাদা আলাদা হয়।

হতদরিদ্র, ভুমিহীন ও অসুস্থ এক কৃষকের সন্তানের জাবি জয়ের গল্প। 

আসসালামু-আলাইকুম 
আমি মোঃ সাজেদুল ইসলাম। বাংলাদেশের অন্যতম দারিদ্র্যপীড়িত জেলায় আমার জন্ম। আমার বাবা একজন দরিদ্র কৃষক ও মা গৃহিণী।আমার বাবা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে। আমার বাবার একটা অসুখ থাকায় তাকে সবসময় চোখে চোখে রাখতে হয় তাই বাবার সাথে সবসময় মাঠে কাজ করতে হতো আমায়। 

তারপরেও আমার মা শিক্ষিত হওয়ায় ও বোন পড়াশোনায় অনেক মেধাবী হওয়ায় তাদের কাছে থেকে পড়াশোনা করার অনুপ্রেরণা পাই। প্রাইমারী স্কুল পড়তাম এবং সবসময় রোল ১-৩ এর ভিতর থাকতো বলে শিক্ষকদের কাছে থেকে অনেক ভালোবাসা  ও সাহস পেতাম। হাই স্কুলেও মোটামুটি ভালোই পড়াশুনার করেছিলাম ও সেখানে আমার এক সম্মানিত স্যার এর কাছে থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পেরে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রচন্ড আগ্রহী হয়ে উঠি এবং এস এস সি তে জিপিএ -৫ (সাধারণ এ বৃত্তি) পেয়ে উত্তীর্ণ হই। পরবর্তীতে এইচ এস সি তেও জিপিএ-৫ পাই। 

লেখাপড়ার খরচ নিয়ে বেশ হতাশায় ছিলাম প্রাইমারিতে তো ফ্রি ছিল এরপর হাই স্কুলে হাফ বেতন ও কলেজে অনেকটা ফ্রি, এরপর আডমিশন এর দুশ্চিন্তায় পড়ে গেলাম, সে সময় দুইটা ফাউন্ডেশন আমার দিকে এগিয়ে আসলে আমার সব কিছু অনেকটা সহজ হয়ে গিয়েছিল। পড়াশুনার খরচ চালাতে গিয়ে কখনো টিউশনি বা কখনো রাজমিস্ত্রির কাজো করতে হয়েছে। 

তবে আমি পড়াশোনার প্রতি খুব কঠোর ছিলাম, সকাল সন্ধ্যা পড়াশুনা করতাম আর কাজ বাজ না থাকলে সারাক্ষণই পড়তাম। এভাবে পড়াশুনা করে আজ আমি আমার কাংখিত সাব্জেক্ট নিয়ে দেশের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেছি, আলহামদুলিল্লাহ। 

এখন আমার একমাত্র লক্ষ্য, সরকারের বড় কোন পদে অধিষ্ঠিত হয়ে আমার  হতদরিদ্র,ভূমিহীন কৃষক ও অসুস্থ বাবার মুখে হাসি ফোটানো। 

মোঃ সাজেদুল ইসলাম
আইন ও বিচার বিভাগ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
 বি-ইউনিট, মেধাক্রম-১৬

Comments
Read more