আাহ্ জীবন

স্টাফ করেসপনডেন্ট, সুনামগঞ্জ

নিখোঁজের ১১ দিন পর মর্গে পাওয়া গেলো এক মাদরাসা ছাত্রের মরদেহ। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিঁখোজ সেই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত যুবকের নাম আয়াতুল্লাহ (২০)। তার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামে। গত ৫ আগস্ট নিখোঁজ হন তিনি।

আয়াতুল্লাহ তার বড়ভাই সোহাগের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানকার ভান্নারা বাজার এলাকায় মাখলাজুল ইমান নামে একটি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি একটি টেক্সটাইল মিলেও চাকুরি করতন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের দিন তার বড়ভাই সোহাগ মিয়ার সাথে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে আনন্দ মিছিল অংশগ্রহণ করেন আয়াতুল্লাহ। মিছিলে গুলিবর্ষণ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে।


Mehedi Hasan

257 Blog posts

Comments