অঘোষিত রাজনৈতিক দল

মানুষ রাজনীতি পচ্ছন্দ করে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাজনীতি পচ্ছন্দ করে না। তাই চাই স্বাধীন দেশ।

বাংলাদেশে যত ঘোষিত এবং অঘোষিত রাজনৈতিক দল, মিলিট্যান্ট দল আছে, তাদের সবার অপরাধ (হত্যা/লুণ্ঠণ/দখল/সন্ত্রাস/স্যাবোটেজ) -- সমস্তটা যোগ করে যদি ১ হাজার দিয়ে গুণ করা হয় তবু সেটা আওয়ামীলীগের অপরাধের সমান হবে না। 
কিন্তু এরপরেও আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হয় নাই এখনো। 
এক ছাত্রলীগের কাছে যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে তার একশো ভাগের এক ভাগ কোনো মিলিট্যান্ট দলের কাছে নাই। 
কিন্তু এরপরেও ছাত্রলীগকে এখনো নিষিদ্ধ করা হয় নাই। 
এক আওয়ামীলীগের যে পরিমাণ ভায়োলেন্সের রেটরিক আছে সেরকম ধ্বংসাত্মক রেটোরিকের দশ ভাগের এক ভাগও আর কারো নাই।  
আওয়ামীলীগকে রাজনীতি করতে দেওয়া উচিত নাকি না -- এই প্রশ্নে অনেক অ্যান্টি আওয়ামীলীগও কনফিউজড যে আসলে কী করা উচিত, অথচ তারা কখনো প্রশ্ন করে নাই একটা ককটেল ফুটায় নাই এরকম দলও নিষিদ্ধ হয়েছে কিন্তু এরপরেও আওয়ামীলীগ এতকিছুর পরেও নিষিদ্ধ না, এমনকি প্রশ্নটাও উঠে নাই। 
এই সংকট সেকুলার আইনের বা গণতান্ত্রিক আদর্শেরই কেবল না, তারও আগে, চিন্তার সংকট।


Mehedi Hasan

257 Blog posts

Comments