সততাই ব্যবসায়ের মূলধন

একটি ব্যবসা পরিচালনা করার জন্য এবং উন্নতি সাধন করতে সততা খুবই দরকার

ব্যবসার মূল ভিওি হলো সততা। সততা ছাড়া ব্যবসা করলে তা কখনো উন্নতি হবে না।ব্যবসা করতে হলে অবশ্যই সততা দরকার।

সততার সাথে ব্যবসা করলে সুনাম অর্জন করা সম্ভব। ব্যবসা করতে অর্থ প্রয়োজন, তবে তার চেয়েও বেশি প্রয়োজন সততার। ব্যবসায় প্রতিশ্রুতি, শ্রম ও সততা থাকলে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়ায় না।  একটি দেশের ব্যবসা যত বাড়বে দেশের অর্থনীতি তত মজবুত হবে এবং আরো মানুষের কর্মসংস্থান হবে। কর্মমুখী সমাজে অপরাধপ্রবণতা কম থাকে, তাতে দেশ ও জাতি উন্নত হয়। তাই তরুণদের ব্যবসায় আসার আহব্বান জানাই।


Badhon Rahman

177 Blog posts

Comments