টাইটানিক জাহাজ নির্মান হয়েছিল $৭ মিলিয়ন দিয়ে। আর টাইটানিক সিনেমা তৈরি হয়েছিল $২০০ মিলিয়ন দিয়ে!
সেই সময় $৭ মিলিয়ন ডলার মানে প্রচুর অর্থ ছিল। আর সিনেমার $২০০ মিলিয়ন ডলার তখন ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা ছিল।
টাইটানিক এই বিশাল বাজেট লেগেছিল কাস্টারদের পারিশ্রমিকের জন্য, সেটা নির্মানে সহ আর ও আনুষঙ্গিক কাজের জন্য। জাহাজের একটি প্রতিলিপি নির্মানে & জাহাজ ডুবানোর দৃশ্য তৈরি করতে গিয়েই প্রচুর বাজেট খরচ হয়।
টাইটানিকের সকল পরিশ্রম সফলও হয়েছিল। বিশ্বব্যাপী $২.২৬৪ বিলিয়ন বেশি ইনকাম করেছিল! এছাড়া থিয়েট্রিক্যাল মুক্তি, রিটায়েল ভিডিও, সাউন্ডট্রাক সেলস & ইউএসে তে ব্রডকাস্টিং রাইটস টোটাল মিলে $৩.২ বিলিয়ন ইনকাম করেছে টাইটানিক সিনেমা।
৫১ টা এওয়ার্ড সহ ৭ টা অস্কার জিতেছিল টাইটানিক সিনেমা । টাইটানিক সিনেমা একটা মাইলস্টোন মাইলফলক মাষ্টারপিস সিনেমা । আজীবন রেস থেকে যাবে, টাইটানিক এর ।