বাংলাদেশ কৃষিপ্রধান দেশ । বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের মাধ্যমে এদেশের জনগণের জীবিকা চলে । যেমন: ধান,গম, ভুট্টা,পাট ইত্যাদি । এসবের মধ্যে পাট হচ্ছে অর্থকারী ফসল । পাটকে সোনালী আঁশ বলা হয় ।
কৃষিদ্রব্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য থেকে এদেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে বলে এদেশের মনুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী । বাংলাদেশের মানুষ পাট চাষ ও ব্যবসার সাথে যুক্ত ।
ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়।পাটের আঁশের বহুমুখী ব্যবহারের মধ্যে রয়েছে প্রসাধনী, ওষুধ, রং ইত্যাদি। পাট খড়ি জ্বালানী, ঘরের বেড়া, ঘরের চালের ছাউনীতে ব্যবহার হয়। বাঁশ এবং কাঠের বিকল্প হিসাবে পার্টিকেল বোর্ড, কাগজের মন্ড ও কাগজ তৈরিতেও পাট খড়ি ব্যবহৃত হয় ।