মানুষের থেকে রোবট বেশি শক্তিশালী।এবং দ্রুত কাজ করতে পারে।
কিন্তু ও রোবট যতই শক্তিশালী এবং দ্রুত কাজ করুক না কেন পরিচালিত হয়ে থাকে। রোবট কৃতিম বুদ্ধিমত্তা। রোবট কি করবে না করবে তা আগে থেকেই তার মেমোরিতে ঢুকে দেওয়া হয়।রোবটের নিজস্ব কোন জ্ঞান বুদ্ধি থাকে না। রোবট মানুষ দ্বারা নিয়ন্ত্রিত।
রোবটের কোন অংশ যদি যায় তা সহজেই ঠিক করা যায় বা মেরামত করা যায়। কিন্তু মানুষ একবার মারা গেলে তাকে আর জীবিত করা সম্ভব নয়। তাই বলা যায় রোবট যতই শক্তিশালী ও দ্রুত কাজ করুক না কেন। তা সব সবসময় মানুষ দাঁড়ায় নিয়ন্ত্রিত।