ব্যবসায়ের সংগঠন

সংগঠন ব্যবসায়ের দ্বিতীয় ধাপ

ব্যবসায়িকৃত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণ দিকে সংঘটিত ও কাজে লাগানো উপযোগী করাকেই সংগঠন বলে  ইট বালি সিমেন্ট ইত্যাদি যখন আলাদা থাকে তখন তাড়াতাড়ি কিছুই সৃষ্টি হয় না।

কিন্তু একত্রিত করে নির্মাণের কাজে লাগালে সেতু নির্মাণ করা সম্ভব। ঠিক তেমনি মানুষগুলো যখন আলাদা আলাদা থাকে তখন তাদের দ্বারা কিছু সৃষ্টি করা যায় না।

কিন্তু যখন কাজ ভাগ করে তা মানুষগুলোকে বুঝিয়ে দেওয়া হয় দায়িত্ব ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয় সম্পর্ক বলে দেওয়া হয় তখন এই মানুষগুলো একটা সংগঠন নিয়ে রূপান্তরিত ও কার্যক্রম হয়ে ওঠে। তাই উদ্দেশ্য অনুযায়ী এই কাজকে বিভাজন প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও ক্ষমতার নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী উপায় উপকরণকে সঙ্গত করে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি বা নির্দিষ্ট করার কাজকে সংগঠন বলা হয়ে থাকে। 


Badhon Rahman

177 Blog posts

Comments