ব্যবস্থাপনার জনক

এফ ডব্লিউ টেলারের জীবন বৃত্তান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেল ফিয়ার একটা মধ্যবিত্ত পরিবারের ফেডারিক উইন্সলো টেলার ১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে আইনজিবি হওয়ার ইচ্ছায় হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও খারাপ দৃষ্টিশক্তির কারণে তার পক্ষে লেখাপড়া চালানো সম্ভব হয়নি।

১৮৭৫ সালে তিনি একটি ট্রেনিং ইনস্টিটিউটে প্যাটার্ন  প্রস্তুতকারী মেকানিক এর কাজ শেখার জন্য শিক্ষানবিস হিসাবে যোগ দেন। ১৮৭৮ সালে টেলর মিটভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে যোগদান  করেন। কার্যক্ষেত্রে দক্ষতা প্রতিভা প্রজ্ঞার বলে ১৮৮৪ সালে মাত্র ২৮ বছর বয়সে মিটভেল কোম্পানিতে প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন। উল্লেখযোগ্য বৈকালীন সময়ে লেখাপড়া করে ইতিমধ্যে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।১৮৯০ সালে তিনি মিডভেল কোম্পানি থেকে ইত্তেফারেন।

১৯০০ সাল পর্যন্ত কোন সিলেটিং ইঞ্জিনিয়ার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। জীবনে বাকি সময়টা তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্বোধন বিভিন্ন প্রতিষ্ঠানে তার নতুন চিন্তাধারার প্রয়োগ অবৈতনিক পরামর্শ হিসাবে দায়িত্ব পালন করেন। নতুন ধারণার প্রবক্তা হিসাবে কাজ করেছেন।যার পরি নামে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নামে পরিচিত লাভ করে। পরবর্তী সময়ে অনেক গবেষক ও ব্যবস্থাপনা বিশারদ তার প্রদত্ত ধারণা নিয়ে বিশ্লেষণ ও এর উন্নয়ন সাধন করলেও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে রয়েছে ১৯১৫ সালে বরণ করেন। 


Badhon Rahman

177 Blog posts

Comments