প্রকাশিত হলো কোটা আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা

কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন এমন ৪৪ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন এমন ৪৪ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রোববার, ১৮ ​​আগস্ট গণমাধ্যম বিভাগ এই তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন ২১ জন কনস্টেবল, একজন নায়েক, সাতজন এএসআই, একজন এটিএসআই, ১১ জন এসআই এবং তিনজন পরিদর্শক।

সদর দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ২৪ জন, ৪ আগস্ট ১৪ এবং বাকি কর্মকর্তারা বিভিন্ন সময়ে নিহত হয়েছেন। নিহত কর্মকর্তারা বিভিন্ন ইউনিটের: ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, সোনাইমুড়ী থানার দুইজন, তিতাস থানার দুইজন এবং কচুয়া থানা, বানিয়াচং থানা, ঢাকা এসবি, নারায়ণগঞ্জ পিবিআই, ট্যুরিস্ট পুলিশ একজন করে। সদর দপ্তর, কুমিল্লা হাইওয়ে পুলিশ, কসবা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা জেলা থেকে দুজন।

তালিকা দেখতে ক্লিক করুন ? List


Abu Hasan Bappi

414 Blog posts

Comments