বাবা

তোমায় বড্ড মিস করি বাবা।

সময় কখন কিভাবে কাকে কেড়ে নিবে তা একমাত্র আল্লাহ তা'আলা জানেন।

 

আমাদের কারো এ বিষয়ে জানার বিন্দু পরিমাণ শক্তি নেই।

 

তখন বদ্ধ কত কবিরাজ মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয় ???

 

হায় আফসোস তারা কেনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না।

 

কারন তো একটায় সব কিছু আল্লাহ'র হাতে মানুষ পারে না ভাগ্য লিখতে।

 

আমার বাবা আমাকে কত ভালোবাসতো মা কে কত ভালোবাসতো আজ কই সে তো আমাদের পাশে নেই।

 

গত বছর এই দিনে কত আনন্দ উল্লাসে মেতে ছিলাম বাবা ছিলো পাশে।

 

দিন তারিখ সময় সবই আছে বাবা পাশে নেই।

 

সেই ছোট মাটির ঘরে এতো শীতে কিভাবে ভিজা মাটিতে শুয়ে আছে বাবা?

 

তোমার বুঝি শীত করে না?

 

আজ ১৪ ডিসেম্বর আমার বাবা মায়ের বিয়ের তারিখ এদিনে তারা জন আল্লাহর ইচ্ছায় পবিত্র বন্ধনে আবদ্ধ হয়।

 

দীর্ঘ ২৫ বছর বাবা মায়ের এক সাথে পথ চলা।

 

২৫ বছরে এসে বাবা মায়ের হাত ছেড়ে আল্লাহর ইচ্ছায় চলে যায় আমাদের সবাইকে ছেড়ে।

 

১১ মাস রানিং চলে বাবা পাশে নেই।

তবুও দিন যাচ্ছে সময় যাচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে, নতুন বছর ও চলে আসবে।

 

আল্লাহ তোমার আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করো।

 

আমিন


Salma Akter

273 Blog postovi

Komentari