ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আ

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আসন্ন এইা রিজের দল ঘোষণা করা হয়েছে আরও পাঁচ দিন আগে। ১৫ সদস্যের সেই স্কোয়াডে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা। তবে ম্যাচের আগের দিন হুট করেই তাকে ডাকা হলো স্কোয়াডে।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে রবিবার (১৫ ডিসেম্বর) হুট করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদকে স্কোয়াডে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


ওয়ানডে এবং টেস্টে আগেই বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম ডাক পেলেন নাহিদ। ওয়ানডে সিরিজ চলাকালেই নাহিদকে টি-টোয়েন্টিতে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ ফিল সিমন্স। তাই দল ঘোষণার দিন তাকে না রাখার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অবাক করেছিল ক্রিকেট সংশ্লিষ্টদের। অবশেষে সেই প্রত্যাশিত ডাক পেলেন নাহিদ।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হতে পারে নাহিদের। ২২ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ছয়টি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত। দুই ফরম্যাটেই দেশের জার্সি গায়ে আলো কেড়েছেন তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ৩১ গড়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদ। আর ৬ টেস্টে তার উইকেট ২০টি। তবে উইকেট নেয়ার চেয়েও নাহিদের বড় দক্ষতা তার জোরে বল করার ক্ষমতা। মাত্র ৯টি আন্তর্জাতিক ম্যাচেই বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার বনে গেছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সেন্ট ভিনসেন্টে অবস্থান করছে বাংলাদেশ। সেখানেই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল। সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল ভোর ৬টায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মো. হাছান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এনবিডব্লিউ)


RX Rana Chowdhury

1025 Blog posts

Comments