-কানে ধরেছি আর কখনো ছোট বোনের সাথে দুষ্টুমি করবো না! ?
বাহিরে ঝুম বৃষ্টি বেলকনি'তে বসে গল্পের বই পড়ছিলাম, ছোট্ট বোন দৌড়ে এসে জরিয়ে ধরে বলছে পিয়ু'পু হাঁসে রা কাঁদায় হাঁটছে ওরা জুতো পড়ে না কেন??
ওর কৌতূহল দেখে দুষ্টুমি করে বললাম ওদের জুতো নেই তোর গুলো দিয়ে দিস।?
এদিকে সে এক ছুটে চলে গেল কিছুক্ষণ পর ওর চিৎকার শুনে তাকিয়ে দেখি হাঁসের সাথে দৌড়াতে গিয়ে ধপাস করে পড়ে গেছে।?
বৌমনি রেগে বললো তোরে ওখানে যেতে কে বলেছে? এদিকে বোনু বলছে পিয়ু'পু আমাকে বলেছে হাঁসকে আমার জুতো পরিয়ে দিতে।?
সেই থেকে দুই বোন এক ঘন্টার মতো বৃষ্টিতে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছি বেলকনিতে বৌমনি ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে।?
কি করবো ভেবে না পেয়ে বৃষ্টিতে ভেজা ফুল গাছের টবে হাঁটু সমান পানি দেখেও মনযোগ সহকারে ফুল গাছ গুলোতে পানি দিতে লাগলাম এদিকে বোনু হাঁসের পায়ে জুতো পড়াতে ব্যাস্ত।?
বৌমনি হাত থেকে ঝাড়ু ফেলে মিটি মিটি হাসছে আর বলছে বাঁদরামি কি বড় টা'র কাছ থেকে ছোট টা শিখেছে নাকি ছোট টা'র থেকে বড় টা!?