জীবনের মানে খুঁজো

আপন সেতো মরিচিকা

জীবনটা খুব অদ্ভুত তাই না? হ্যা আসলেই জীবন টা অদ্ভুত। এই পৃথিবীতে আপনি যার জন্য পুরা দুনিয়ার জন্য লড়বেন, সেই আপনাকে বলবে আসলে এই দুনিয়াতে কেও কারো না!

তুমি যদি ভেবে থাকো তুমার মা বাবা তুমার ভিশন আপন। তুমি ভুল ভাবছ, তুমি যদি ভেবে থাকো তুমার আত্মিয় সজন তুমার আপন তাও তুমি ভুল ভাবছ ; যাকে ভালো বেসে তুমার সব টা পুড়িয়ে সমাজ এর কাছে হাসির পাত্র এবং লাঞ্চিত হয়েছ সেও তুমার আপন না!

আপন কে ,

জানো আপন হচ্ছ তুমি নিজে।

কিভাবে?

বলছি; তুমি তোমাকে অনেক ভালো বাস বলতো কিভাবে জানলাম?

তুমি নিজেকে যদি নাই ভালো বাসতে তাহলে কি তুমি একটু ব্যাথা পেলে নিজের ক্ষত স্থানের দিকে তাকিয়ে আফসোস করতে । কখনোই না ! শুনো প্রত্যেক মানুষ এর মধ্যে নিজের প্রতি ভালোবাসা অনেক । কিন্তু , কেও বুঝতে চায় না। আবার কেও বুঝেও অবুঝ এর মতো থাকে!

শুনো জীবন টা তোমার , তুমি নিজেকে ভালোবাস গুরুত্ব দাও অন্যকে নয়! নিজের যা ভালো লাগে তাই কর । মনে রেখো, আল্লাহ আছেন তিনি সব দেখছেন ।

তুমি ভাবছো তোমার পাসে কেও নেই , ভুল ভাবছো তুমার পাসে তিনি অবশ্যই আছেন! তুমি এগিয়ে যাও , তুমি নিজেকে নিজে মোটিভেট করো যে তুমার কাওকে লাগবে না তুমি নিজেই নিজের উপর নির্ভশীল । অন্যের উপর নয়।

কম কাঁদো কম অভিমান করো মানুষের সাথে খুবই কম মিশো কে কি বল্লো তাতে কান দিয়ো না এগিয়ে যাও তুমি তোমার লক্ষে। মনে রেখো এই পৃথিবীতে কেও কারো নয় কেও না! ?❤️


Rina Khatun

7 Blog posts

Comments