গ্রামের প্রাকৃতিক রূপ

গ্রামের প্রাকৃতিক রূপ আমাদের মানসিক প্রশান্তি এবং সচেতনার এক অপূর্ব মেলবন্ধন।

গ্রামের প্রাকৃতিক রূপ আমাদের মানসিক প্রশান্তি এবং সচেতনার এক অপূর্ব মেলবন্ধন। শহরের কোলাহলময় জীবন থেকে দূরে গ্রামে গেলে এক অন্যরকম অনুভূতি হয়। চারিদিকে সবুজের সমারোহ হালকা বাতাস নদীর কুল কুল ধনী পাখির কিচিরমিচির এই সব মিলিয়ে গ্রামের প্রকৃতি এক অপরুপ দৃষ্টপট তৈরি করে থাকে। 

 

প্রতিদিনের সূর্যোদয়ের সাথে সাথে গ্রামের মানুষের জীবন শুরু হয়। তখন গ্রামের আকাশে লাল রঙের আলো ছড়িয়ে পড়ে যেন প্রকৃতি তার নিজের হাতে আকাশের ক্যানভাসে রং তুলির আছরে এক ছবি এঁকে দিয়েছে। মাঠে মাঠে কৃষকরা নাঙ্গল হাতে ধান চাষে ব্যস্ত গরু মহিষের কর্কশ ধ্বনির সাথে তাদের কথাবাত্রা মিশে এক অন্যরকম ছন্দময় ও তার সৃষ্টি করে। 

 

 

গ্রামের নদী ও পুকুরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। নদীর পাশে বসে যখন গোধূলির বেলায় সূর্য ডুবে যায় তখন নদীর জলে তার প্রতি বিম্ব দেখা যায় এক অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় যেন সময় থেমে গেছে শুধু নদীর জল ধরা বয়ে চলেছে অনন্তকাল ধরে। 

 

গ্রামের রাস্তায় হাঁটতে গেলে দেখবেন দুই ধারের শস্য ক্ষেতের মাঝ দিয়ে শুরু পথ চলে গেছে। মাঠের ধানগুলো বাতাসে দুলছে যেন প্রকৃতি নিজেই। গাছের পাতার ফাক দিয়ে সূর্যের আলো ঝিকমিক করে যা দেখে চোখ একদম জড়িয়ে যায়।


Ashikul Islam

314 Blog posts

Comments