প্রতিটি কাজ সম্পাদনে যে পদ্ধতি কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত তা সঠিকভাবে ব্যবহার করতে পারা কারিগরি দক্ষতা হিসেবে গণ্য।
প্রতিটি কাজের সাথেই কারিগরি দক্ষতার প্রয়োজন পড়ে। কম্পিউটার একজন কর্মী কাজ করছে। এর সংশ্লিষ্ট প্রতিটি বিষয় কর্মী জানা থাকলে সে দ্রুত কাজটা করতে পারবে আরেকজন কম জানা কর্মীর পক্ষে তা সম্ভব হবে না। এক্ষেত্রে পার্থক্য হল কারিগরি দক্ষতা। একজন উকিল একটা কেস যেভাবে সুন্দর করে সাজান এবং বক্তব্য তুলে ধরেন আরেকজন সেভাবে পারেনা। এক্ষেত্রে পার্থক্য কারিগরি দক্ষতা। কোন যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞান যেমনই কারিগরি দক্ষতা তেমনি কোম্পানির হিসাব সংরক্ষণ উদ্বৃত্তপত্র তৈরি এসব নিরীক্ষার জ্ঞান ও কারিগরি দক্ষতার আওতাধীন