ব্যবস্থাপনা চক্র

ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি

ব্যবস্থাপনার চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় অধীন কার্য সমূহের চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়।

 

ব্যবস্থাপনা হল কতিপয় কাযের সমষ্টি। এরূপ কার্য়াদি একটি ধারাবাহিক কর্মপ্রক্রিয়ার সৃষ্টি করে। প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন তা অবিরাম আবর্তিত হতে থাকে। ফলে এরূপ প্রক্রিয়ার সর্বশেষ কাজ আবার পরবর্তী প্রথম কাজের ভিত্তি হিসাবে গণ্য হয়।

 ব্যবস্থাপনার এ রূপ ধারাবাহিক কর্ম প্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনার চক্র নামে অভিহিত করা হয়ে থাকে। ব্যবস্থাপনায় একটি প্রক্রিয়া ফলে তার ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কতিপয় কাজের সমষ্টি।

পরিকল্পনা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের জন্য নেওয়া হয়। এর আলোকে সংগঠন প্রতিটা, কর্মী সংস্থান, নির্দেশ প্রদান, যোগাযোগ ও তত্ত্বাবধান, উৎসাহ প্রদান, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন এবং কাজ বা সময় শেষে নিয়ন্ত্রণ বা সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

নিয়ন্ত্রিত কাজের মধ্যে দিয়ে যে নির্দেশনা বা সুপারিশ মালা পাওয়া যায় তার আলোকে আবার নতুন পরিকল্পনা নেওয়া হয়। ভাবে প্রতিষ্ঠান যতদিন চলে ব্যবস্থাপনা প্রক্রিয়া বা ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে। 


Badhon Rahman

177 Blog posts

Comments