হারানো উষ্ট্রীর ঘটনা

তাবুকের যুদ্ধে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উষ্ট্রী হারিয়ে গিয়েছিল। এক মুনাফেক মুসলমানকে ব??

তাবুকের যুদ্ধে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উষ্ট্রী হারিয়ে গিয়েছিল। এক মুনাফেক মুসলমানকে বললো, তোমাদেও মুহাম্মদতো নবী দাবী করে এবং তোমাদেরবে আসমানে কথা শুনায়। অথচ তাঁর উষ্ট্রীর হদিস তাঁর কাছে নেই।

 

হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মুনাফেকের এ কথা শুনলেন, তখন ফরমালেন নিশ্চয়ই আমি নবী এবং আল্লাহ আমাকে অদৃশ্য জ্ঞান দান করেছেন। শুন, আমার উষ্ট্রী অমুক জায়গায় দাঁড়ানো আছে। এক বৃক্ষের সাথে এর নাকের রশি আটকে গেছে। যাও ওখান থেকে উষ্ট্রীটি নিয়ে এসো। নির্দেশমত সাহাবায়ে কিরাম গিয়ে দেখলেন যে, ঠিকই উষ্ট্রীটি সেই জায়গায় দাঁড়ানো ছিল এবং ওটার নাকের রশিটি এক বৃক্ষের সাথে আটকে গিয়েছিল।

 

সবকঃ

 আমাদের হুযুরকে আল্লাহ তাআলা এতটুকু উলমে গায়ব দান করেছেন যে, কোন বিষয় তাঁর কাছে লুকায়িত নেই। কিন্তু মুনাফেকরা তাঁর এ অদৃশ্য জ্ঞানকে অস্বীকার করে।

 তথ্যসূত্র

  যাদুল মুয়াবেস ৩ পৃঃ৩ জি, হুজাতুল্লাহে আলর আলামীন ৫১০ পৃঃ

  ইসলামের বাস্তব কাহিনী - ১ম খন্ড


Bablu islam

204 Blog posts

Comments