তিনজন লোক হুসাইন বিন আলী (রা:) এর নিকট আসল ।
প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল অনেকদিন বৃষ্টি হচ্ছে না । একথা শুনে হুসাইন বিন আলী (রা;) বললেন বেশী করে তওবা কর ।
দ্বিতীয়জন অভিযোগ করল আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী । একথা শুনে হুসাইন বিন আলী (রা;) বললেন বেশী করে তওবা কর ।
৩য়জন ব্যক্তি অভিযোগ করল এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে , ফসল উৎপন্ন হচ্ছে না । তখনও হুসাইন বিন আলী (রা;) বললেন বেশী করে তওবা কর ।
তার সামনে যারা বসা ছিল তারা বলল হে রসুলের (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) এর নাতি, তিনজন ৩ ধরনের অভিযোগ করল আর আপনি একই উত্তর দিলেন
তিনি একথা শুনে বললেন তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার এই বানী পড় নাই ?
স্বীয় প্রভুর নিকট তাওবা কর , নি:সন্দেহে তিনি তাওবা কবুলকারী , তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন , তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান সন্তুতিতে এবং তোমাদের জন্য স্হাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী-নালা