চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান

দুজন ফেরেস্তার দেখা হল, আঁকাশ থেকে পৃথিবিতে নামার সময়| দুজনই খুব দ্রুত পৃথিবিতে অবতরণ করছিল,

১ম ফেরেস্তা ২য়

দুজন ফেরেস্তার দেখা হল, আঁকাশ থেকে পৃথিবিতে নামার সময়| দুজনই খুব দ্রুত পৃথিবিতে অবতরণ করছিল,

 

১ম ফেরেস্তা ২য় ফেরেস্তাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ?

 

জবাবে ২য় ফেরেস্তা বললেন,এক ব্যাক্তি মৃত্যু শয্যায় শায়িত,তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে| আমার উপর নির্দেশ হয়েছে,আমি যেন ঐ ব্যাক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই| কেননা লোকটি ছিল ঈমানদার,এই সামান্য আঁশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান|

 

এবার ২য় ফেরেস্তা, ১ম ফেরেস্তাকে বললেন,আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন?

 

১ম ফেরেস্তা জবাবে বললেন, এক ব্যাক্তি মরণের বিছানায় শায়িত,আমার উপর নির্দেশ হয়েছে,ঐ ব্যাক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার,আমি যেন তার আত্নীয় হয়ে উনাকে রুইমাছ খাওয়াই। কেননা, ঐ ব্যাক্তি বেঈমানতথা শিরককারী, ঐ ব্যাক্তিটির এই ইচ্ছা পূরণ হলে, তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে| আর এর মাধ্যমে আল্লাহতাকে চিরতরে জাহান্নামী করতে চান >

 

সুতরাং কখনও যদি আমাদের কোন চাওয়া পাওয়া পূরণ না হয়,তার জন্য আমরা যেন নিরাশনা হই| কোন চাওয়া পূরণ না হলেও,এর বিনিময়ে আল্লাহ তায়ালাআমাদের জন্য উত্তমপ্রতিদান রেখেছেন|


Bablu islam

204 Blog posts

Comments