নাপিতের কৌতুক

বুদ্ধিমান নাপিত

এক নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা।
নাপিত: ‘স্যার! দুদক নাকি আপনারে খুঁ?

বুদ্ধিমান নাপিত

 

এক নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা।

নাপিত: ‘স্যার! দুদক নাকি আপনারে খুঁজতেছে! যে কোনো দিন ক্যাক কইরা ধইরা জেলে ঢুকায় দিব! আপনি নাকি প্রচুর দুর্নীতি করেন!’

সরকারি কর্মকর্তা থতমত খেলেন। নাপিতকে ধমক দিয়ে বললেন, ‘এই ব্যাটা, চুপ থাক। কাজে মন দে।’

পরদিন এক নেতা গেলেন চুল কাটতে।

নাপিত চুলে কাঁচি চালাতে চালাতে বলছেঃ ‘স্যার! শুনলাম জনগণ নাকি আপনার উপর খুব খ্যাপা। যে কোনো দিন আপনার বাড়িতে হামলা চালাইবো! আপনি নাকি ক্ষমতার দাপট দেখায়া সম্পদের পাহাড় বানাইছেন।’

তিনিও একইভাবে নাপিতকে ধমক দিলেন। সঙ্গে হুমকিও দিলেন।

কয়দিনবাদেই পুলিশ নাপিতের দোকান ঘেরাও করে তাকে আটক করে বললঃ ‘এই ব্যাটা, তুই নাকি তোর কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী?’

নাপিত আমতা আমতা করে বললোঃ ‘স্যার! এসব কথা বললে ভয়ে ওনাদের চুল খাড়া হয়ে যায়। আমার চুল কাটতে সুবিধা হয়। তাই বলি!

 

>রোনালদো এখানে চুল কাটে না

 

নাপিতের দোকানে ঢুকেই এক লোক বললেন-

লোক : ভাই, আমার চুলটা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে দিন তো।

নাপিত কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই লোকটা ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখল, চুলের যাচ্ছেতাই অবস্থা। রেগেমেগে লোকটা বলল-

লোক : ওই মিয়া! আমি না বললাম আমার চুল রোনালদোর মতো করে কাটতে, রোনালদোর ছাট দিতে। আপনি চুলের এ কী হাল করেছেন! 

নাপিত : ভাই, ক্রিশ্চিয়ানো রোনালদো তো আর আমাদের এখানে চুল কাটে না। কাটাইলে ওনার চুলেরও এমন স্টাইলই হতো!

 

>কালার কইরা দে

 

এক বুড়ো চাচা গেছে স্যালুনে চুল কাটাতে! কিন্তু তার মাথায় ছিল মাত্র ৮-১০টা চুল। চাচাকে দেখে নাপিত বলল. . .

নাপিত : আমি কি আপনার চুল কাটব নাকি গুনবো?

চাচা : আরে না পাগল, চুলগুলারে একটু কালার কইরা দে।

 

>বাড়ির পাশের সেলুনে গেছেন বাবুল সাহেব। নাপিতকে বললেন. . .

 

বাবুল : আমার ছেলেটার দুই বছর বয়স। ওর চুল কাটাব। কখন নিয়ে এলে ভালো হবে, বলুন তো?

নাপিত : যখন ওর বয়স চার বছর হবে।যখন চার বছর হবে

 

>ফ্রিতে চুল কাটাইবা

 

চুল কাটানোর পর এক লোক নাপিতকে বলল...

লোক : আমি একটু বাইরে থেকে আসছি। এরমধ্যে তুমি আমার ছেলের চুল কাটো!

সেই ছেলের চুল কাটানোর পর নাপিত তাকে জিজ্ঞেস করল...

নাপিত : তোমার বাবা কই!

ছেলে : ওই লোক তো আমার বাবা না। বাইরে দেখা হইছিল আর আমারে বলল, ফ্রিতে চুল কাটাইবা? তাইলে আমার সাথে চলো।

 

>আমার মাথাটা একটু সেভ করে দিন

 

পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?

নাপিত: ৪০ টাকা!

পল্টু: আর সেভ করতে কত লাগে?

নাপিত: ২০ টাকা!

পল্টু:

আমার মাথাটা একটু সেভ করে দিন


Bablu islam

204 Blog posts

Comments