দাওয়ার ব্যবস্থা তো অন্তত হবে।
লোকটা সাইকেল নিয়ে চাকরিদাতার বাড়ি গেল।
চাকরিদাতা : আপনিই চাকরিপ্রার্থী?
প্রার্থী : হ্যাঁ। প্লিজ আমাকে চাকরিটা দিন। বড় বিপদে আছি। একটা চাকরির খুবই প্রয়োজন।
চাকরিদাতা : ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ুন।
প্রার্থী : কিন্তু আমার কাজটা কী?
চাকরিদাতা : এখান থেকে তিন কিলোমিটার দূরে মসজিদে প্রতিদিন খাবার বিতরণ করা হয়। সেখানে তিনবেলা খেয়ে আসবেন আর আসার সময় আমার জন্য নিয়ে আসবেন!
>ইংরেজি পারি না
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো-
প্রশ্নকর্তা : বল তো ‘ডাক্তার আসার আগেই রোগী মারা গেল’- এর ইংরেজি কী হবে?
প্রার্থী : এর ইংরেজি পারি না স্যার।
প্রশ্নকর্তা : তাহলে কোনটা পারো?
প্রার্থী : আরবিটা পারি।
প্রশ্নকর্তা : আরবিটা পার? ঠিক আছে বল।
প্রার্থী : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
>এটা কি করে সম্ভব
এক ব্যক্তি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে. . .
পরীক্ষক : আচ্ছা বলুন তো, ওই যে বারান্দার ছাদে মৌচাক আছে, সেখানে কতগুলো মৌমাছি আছে?
পরীক্ষার্থী : এ তো সহজ। এক লক্ষ একুশ হাজার পাঁচশ’ বিশটা।
পরীক্ষক : এটা কি করে সম্ভব?
পরীক্ষার্থী : সবই সম্ভব স্যার। বিশ্বাস না হয় তো গুনে দেখেন।
>মাথায় পানি ঢালছে
প্রশ্নকর্তা : এক লোক গোসল করতে গিয়ে মাথায় পানি ঢালছে তো ঢালছে কিন্তু অবাস্তব কাণ্ড লোকটার চুল ভিজছে না। কারণ কি বলতে পারেন?
প্রার্থী : এটা কী করে সম্ভব স্যার। এতো হাস্যকর ব্যাপার।
প্রশ্নকর্তা : ভেবে বলুন!
প্রার্থী : পারছি না স্যার।
প্রশ্নকর্তা : লোকটার মাথায় তো চুলই নাই, ভিজবে কি করে বলেন তো।
>ভালো জায়গা কোনটা
প্রশ্নকর্তা : বলেন তো, স্কুল-কলেজের ছেলেদের মনের ভাব প্রকাশের সবচেয়ে ভালো জায়গা কোনটা?
প্রার্থী : ঠিক বলতে পারছি না।
প্রশ্নকর্তা : আরেকটু ভেবে দেখুন, পারেন কিনা।
প্রার্থী : কি বলবো বুঝতে পারছি না।
প্রশ্নকর্তা : পারছেন না? ঠিক আছে, আমিই বলছি। ক্লাসরুমের বেঞ্চ, বাথরুম, আর মানুষের দেয়াল! আমি জুলেখারে ভালোবাসি!
>পড়তে পারি না
প্রশ্নকর্তা : লিখতে-পড়তে পারেন?
প্রার্থী : লিখতে পারি,পড়তে পারি না।
প্রশ্নকর্তা : এ কী অদ্ভুত কাণ্ড! পড়তে পারেন না, অথচ লিখতে পারেন। ঠিক আছে লেখেন তো?
প্রশ্নকর্তা : এসব কী লিখেছেন?
প্রার্থী : ওই যে বললাম না, পড়তে পারি না।
>জেল থেকে বের করে দেব
জেলার : আপনি জেলার পদে কাজ করতে পারবেন?
প্রার্থী : অবশ্যই পারব স্যার।
জেলার : বলেন তো কয়েদীরা ঝামেলা করলে কী করবেন?
প্রার্থী : এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেবো স্যার।
জেলার : যদি বেশি বেয়াদবী করে?
প্রার্থী : থাপ্পড় দিয়ে ওদেরকে জেল থেকে বের করে দেব স্যার।
>সিরিয়াস সাক্ষাৎকার
বাংলা সিনেমার নায়কের একটি সিরিয়াস সাক্ষাৎকার-
প্রশ্নকর্তা : আপনি কে?
নায়ক : গরীবের রাজা রবীন হুড।
প্রশ্নকর্তা : আপনার ছেলে মেয়ে কয়জন?
নায়ক : ওরা এগারো জন।
প্রশ্নকর্তা : বড় ছেলে কী করে?
নায়ক : টপ-রংবাজ।
প্রশ্নকর্তা : মেজ ছেলে?
নায়ক : বিশ্বপ্রেমিক।
প্রশ্নকর্তা : তার পরের জন?
নায়ক : সেয়ানা পাগল।
প্রশ্নকর্তা : ছোট ছেলে কী করে?
নায়ক : কুলি নাম্বার ওয়ান।
প্রশ্নকর্তা : কোন জিনিসটা আপনার অপছন্দ?
নায়ক : হঠাৎ বৃষ্টি।
প্রশ্নকর্তা : আপনার শ্বশুর সাহেব কী করেন?
নায়ক : উনি পদ্মা নদীর মাঝি।
প্রশ্নকর্তা : আপনার স্ত্রী সম্পর্কে বলুন?
নায়ক : সেতো চাপা ডাঙ্গার বউ।
প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।
নায়ক : গরীব কেন কাঁদে?
প্রশ্নকর্তা : ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন।
নায়ক : মানুষ মানুষের জন্য।
>বিশ্বাসযোগ্যতা
বস: আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম মেনে চলি।
প্রার্থী: কী কী স্যার?
বস: আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন?
প্রার্থী: জি স্যার।
বস: আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাটই ছিল না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না।
>বল্টুর বিমানবাহিনীতে ইন্টারভিউ
বল্টু গেছে বিমানবাহিনীতে ইন্টারভিউ দিতে....
প্রশ্নকর্তা : সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এই তিনটির মধ্যে আপনি বিমানবাহিনীকে পছন্দ করলেন কেন?
বল্টু : একমাত্র বিমানবাহিনীর যোদ্ধারাই পালানোর সময় ঘণ্টায় ৫০০ মাইল বেগে পালাতে পারে। দ্রুত যাতে পালাতে পারি তাই।
>ক্যাপ্টেন পদে চাকরি
বস : আপনি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী : জি না।
বস : জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?
চাকরিপ্রার্থী : কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?
>না ঘুমিয়ে থাকতে পারে
প্রশ্নকর্তা : কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উত্তরদাতা : রাতে ঘুমাবে!
>ক্রিকেট কাকে বলে
একটি কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়ে-
প্রশ্নকর্তা : ইংল্যান্ড ক্রিকেট দল আর একটা টি-ব্যাগের মধ্যে পার্থক্য কোথায় বলতে পারেন?
উত্তরদাতা : টি-ব্যাগ অন্তত একবার হলেও কাপের ছোঁয়া পায়!
প্রশ্নকর্তা : ক্রিকেট কাকে বলে?
উত্তরদাতা : ক্রিকেট হচ্ছে এমন এক খেলা, যেখানে ২২ গজের পিচ, ২২ জন প্লেয়ার, ৩ জন অ্যাম্পায়ার আর অসংখ্য কোচ থাকে।
>আবুলের ইন্টারর্ভিউ
আবুল এক জায়গায় ইন্টারর্ভিউ দিতে গিয়েছে তাকে জিজ্ঞেস করা হলঃ “যদি আপনাকে ২ মিনিটের জন্য প্রধানমন্ত্রী করা হয়... তাহলে কি করবে?
আবুলঃ “ম্যাগি নুডলস রান্না করবো”
ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”
আবুলঃ “২ মিনিটে তো শুধু ম্যাগি নুডলসই বানান যায়”
ইন্টারভিউয়ারঃ “ আচ্ছা আচ্ছা। আর যদি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী করা হয়....তখন??”
আবুলঃ “আমি হব না ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী”
ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”
আবুলঃ
.
.
.
.
. .
.
..
..
.
.
.
.
.
“এত