বৃষ্টির পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, অসহনীয় ভোগান্তি

জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না চট্টগ্রামবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল। গতকাল রাতের বৃষ??

চট্টগ্রামের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টা ১১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৯টার পর থেকে ৩১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সক্রিয় আবহাওয়ার প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এধারাধারা থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাধিতার পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে নগরের মোহাম্মদপুর, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চাকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তলিয়ে গেছে। কোনে কোনে কোমর পানি জমেছে। 


hla thue mong marma

23 Blog posts

Comments