টাকমাথার মেয়ের সাথে প্রেম
ইন্ডিয়ান সিরিয়াল দেখে এক মহিলার ধারণা হলো যে, তার স্বামী নিশ্চয়ই পরকীয়া করেন। তাই ১ম দিন স্বামী বাড়ি ফিরলে তার শার্টে একটা লম্বা চুল খুঁজে পেয়ে বললেন-
স্ত্রী : তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছ?
স্বামী : কি উল্টাপাল্টা বলছ এইসব?
স্ত্রী : কেন, এই লম্বা চুলটাই তো তার প্রমাণ।
স্বামী : শোনো- এটা তো তোমারও চুল হতে পারে তাই না?
মহিলা আপাতত সেদিন অফ গেলেন। ২য় দিন স্বামী বাড়ি ফেরার সময় জামা ভালোভাবে ঝেড়ে ঘরে ঢুকলেন তবুও তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে স্ত্রী কেঁদে বললেন-
স্ত্রী : তুমি বব-কাট মেয়েদের সাথে প্রেম করছ?
স্বামী : আরে! এটা তো আমার চুলও হতে পারে নাকি?
মহিলা সেদিনও অফ গেলেন। ৩য়দিন স্বামী খুব সর্তক তাই স্ত্রী অনেক খুঁজেও কোনো চুল পেল না। কিন্তু শুরু করল
কান্নাকাটি।
স্বামী : আজকে আবার কি হলো? কাঁদছ কেন?
স্ত্রী : ছি ছি, তুমি শেষপর্যন্ত টাকমাথার মেয়ের সাথে প্রেম শুরু করছ?