রতনের ছেলেগুলোর নামও ছিল আজব। পঁচা, বাসি, গন্ধ আর ময়লা। একবার রতনের বন্ধু বেড়াতে এলো বাড়িতে। গ্রামে আসতে তার বন্ধুকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই বন্ধুর অনেক ক্ষুধা লাগলো এবং তাড়াতাড়ি খাবার চাইল।
রতন : একটু সময় দে, পোলাও কোরমা রান্না করি।
বন্ধু : আরে ওসব লাগবে না, যা আছে তাই দে।
রতন : পঁচা, ভাত আন। বাসি, তরকারী আন।
ভাব ভালো না দেখে বন্ধু বললো-
বন্ধু : থাক দোস্ত, আমি খাব না।
রতন : এতো কষ্ট করে এসেছো। তোমাকে কি না খাইয়ে ছাড়বো? গন্ধ, ডাল আন। আর ময়লা, পানি আন।
বন্ধু পা ধরে মাফ চেয়ে দিল
এক দৌড়।