এক মেয়ে চাকরি করবে বলে একটি অফিসে গেলো-
ম্যানেজার : আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে : আচ্ছা, আমি কাল আবার আসবো।
পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার : একি আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে : আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার : ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে : জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার : একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে : ইয়ে মানে স্যার, আজ আমি মেকাপ করিনি তো তাই!