এক ভদ্রলোক গাড়ি কিনতে গেছে। গাড়ির দাম ৭ লাখ টাকা। কিন্তু ভদ্রলোকের কাছে আছে ৬ লাখ ৯৯ হাজার ৯ শত ৯৮ টাকা! তার কাছে ২ টাকা আর নেই। সে বিক্রেতার সাথে অনেক দরাদরি করলো কিন্তু বিক্রেতা কোনো ভাবেই ২ টাকা কমে গাড়ি বিক্রি করতে রাজি না।
ভদ্রলোক গাড়ি কিনতে না পেরে বিষণ্ন মনে শো-রুম থেকে বের হচ্ছে তখন এক ফকির তার কাছে ভিক্ষা চাইল।
ভদ্রলোক : তুই আমারে দুইটা টাকা দিবি?
ফকির : দুই টাকা দিয়ে কী করবেন?
ভদ্রলোক : গাড়ি কিনবো।
ফকির : ৪ টাকা নিয়ে যান, আমার জন্যও একটা গাড়ি নিয়ে আসেন। হেঁটে হেঁটে ভিক্ষা করতে আর ভালো লাগে না।