বল্টু বিয়ের পাত্রী দেখার জন্য মেয়ে
বাড়ি আসল।
এ সময় বল্টুর প্রচন্ড প্রস্রাব পাইলো
কিন্তু কি আর করার, বল্টু লজ্জায় প্রস্রাব
চেপে রাখলো৷
বল্টুর মেয়ে দেখে পছন্দ হলো…
মেয়ের ও বল্টুকে পছন্দ হলো…
এবার বল্টুকে ও
মেয়েকে মেয়ের ঘরে পাঠাল,
তাদের আন্ডারস্ট্যান্ডিং করার জন্য…
ওদিকে বল্টুর তো প্রস্রাবের বেগে মাথা নষ্ট…
বল্টু মেয়েকে বলল, তোমাকে একটা কথা বলব,
কিন্তু লজ্জায় বলতে পারছি না ।
তখন মেয়ে বলল কিসের লজ্জা, আপনি বলেন
লজ্জা করবেন না প্লিজ৷
এবার বল্টু কাছে এসে এদিক ওদিক
তাকিয়ে ফিসফিস করে বলল,
তোমার প্রসাব করার জায়গাটা একটু দেখাও
তো!!!
এবার মেয়ে লজ্জায় একটু মাথা নিচু করে বলল,
আগে আপনারটা দেখান!!!