স্বামী : – তাহলে, আজ রাতে কি রান্না করছো গো ?
স্ত্রী : – যা বলবে তাই করবো। বলো না কি খাবে ?
স্বামী : – পোলাও হোক আজ
স্ত্রী : – কালই তো পোলাও খেলাম !
স্বামী : – ঠিক আছে, তাহলে রুটি-তরকারি হোক
স্ত্রী : – ছেলে-মেয়ে রুটি খাবে না !
স্বামী : – তো, আলুর দম পুরি বানাও
স্ত্রী : – না গো, এসব খেলেই আমার পেটভার হয় !
স্বামী : – আচ্ছা, ডিম ভুজিয়া করো, ভাল জমবে
স্ত্রী : – ছি ছি , খেয়াল নেই আজ বৃহস্পতিবার !
স্বামী : – ঠিক আছে, তাহলে পরোটা হয়ে যাক
স্ত্রী : – এমা, ধুর ! রাতে শুকনো পরোটা চিবাবো !
স্বামী : – বাদ দাও এসব, হোটেল থেকেই আনাই
স্ত্রী : – রোজ রোজ বাইরের খাবার ঠিক হবে না !
স্বামী : – তুমি তো চিকেন ফ্রাইড রাইচ ভাল পারো। করে ফেলো
স্ত্রী : – অনেক টাইম লাগে। আগে বলতে পারতে !
স্বামী : – তো , ম্যাগি বানাও, দু’মিনিটে হয়ে যাবে
স্ত্রী : – ওটা একটা খাওয়া হলো। পেট-ই ভরে না !
স্বামী : – চলো চাইনিজে যেয়ে খাই…
স্ত্রী : তুমি যা বলবে তাই করবো, আমরা রেডি হয়ে নিচ্ছি।