হার মানছে হাঁসটা অনেকে দেয়া হবে

একদিন এক ভয়ঙ্কর সন্ত্রাসী বের হলেন হাঁস শিকারে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তিনি একটা হাঁস শিকার করলেন। কিন্তু হাঁ

একদিন এক ভয়ঙ্কর সন্ত্রাসী বের হলেন হাঁস শিকারে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তিনি একটা হাঁস শিকার করলেন। কিন্তু হাঁসটা গিয়ে পড়ল বেড়া দেয়া ক্ষেতের ভেতর। বেড়া টপকে ভেতরে ঢুকতে যাবেন এমন সময় হাজির জমির মালিক-

মালিক : হাসটা যেহেতু আমার ক্ষেতে পড়েছে সেহেতু হাঁসের অর্ধেকটা আমার।

সন্ত্রাসী : হাঁসটা আমাকে না দিলে দু’দিনের মধ্যে তোমার ক্ষেতের সবকিছু দখল করবো।

মালিক : তাহলে ব্যাপারটা আমাদের এলাকার নিয়ম অনুযায়ী তিন থাপ্পড়ের মাধ্যমে নিষ্পত্তি হোক। আমরা একজন আরেকজনকে তিনটা করে থাপ্পড় দেব। শেষ পর্যন্ত যে হার মানবে সে হাঁসটা পাবে না।

 

সন্ত্রাসী রাজি হয়ে গেলেন। দু’জন হাঁসটা নিয়ে গ্রামের মোড়লের কাছে গেলেন। মালিকের কাছ থেকে সব শোনার পর থাপ্পড় পর্ব শুরু হলো। প্রথমে মালিক তাঁর সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীর গালে কষে তিনটা থাপ্পড় দিলেন। অনেক কষ্টে সহ্য করে এরপর সন্ত্রাসী প্রস্তুতি নিলেন মালিকের গালে থাপ্পড় মারার জন্য-

মালিক : আমি হার মানছি। হাঁসটা ওনাকেই দেয়া হোক।


Jwel Jwel

181 Blog posts

Comments