আমাদের এলাকায় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের টুনামেন্ট খেলা আয়োজিত হয়। যেমন, ব্যাডমিন্টন, ক্রিকেন, ফুটবল, ইত্যাদি আরো অনেক ধরনের খেলা আয়োজিত হয়। যেগুলা খেলাতে আমি এবং আমার এলাকার সব ছোট, বা বড় ভাইরা অংশগ্রহন করি। এই সব খেলা গুলো দিনে ও রাতে উভয় সময় আয়োজিত হয়।
আর আমাদের এই খেলা টি রাতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনেক গুলো টিম অংশগ্রহন করোছিলো। এখানে মোট চারটি টিম ছিলো।
যাদের হারিয়ে আমরা আমরা ট্রফি জিতে নিয়েছি। আমার টিমে আমার সাথে, আমার একটি ছোট ভাই ছিলো, সে আমার দিকে অনেক ভালো খেলেছে। আমাদের দুজনের ভালো খেলায় আমরা ট্রফি টি জিতেছি।