মানডালা ডিজাইন

এটি একটি মানডালা ডিজাইন। যদি ফুলের তোরার মতো। বা ফুলদানির মতো দেখতে।

এটির নাম হলো মানডালা ডিজাইন । যেটি তৈরি করা হয়েছ কয়েকটি ফুল দিয়ে।  গুলো ফুল বা গাছের ডাল, পাতা একএে করে। সব গুলো সুন্দর ভাবে একসাথে মিলিয়ে বানানো হয়ছে। এটি কোথাও থেকে কপি করি নি, । এটি আমি আমার দৈর্ঘ দিনের পরিশ্রম ও দক্ষতা দিয়ে তৈরি করেছি। আমি একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। যারা অনেক ভালোভাবে আমাকে শিখিয়েছে। যার ফলে আমি এখন এগুলো অনেক ভালোভাবে তৈরি করতে পারি। এটি দেখতে ফুদানি বা ফুলের তোর মতো।

এই মানডালা টি তৈরি করতে প্রায় অনেক সময় লেগেছে আমার। এটি কোথাও থেকে কপি করা না। এটি আমি নিজে তৈরি করেছি। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে কোথায় ভুল আছে এটি আমাকে ধরিয়ে দিবেন। আমি আরো ভালো ভাবে তৈরি করার চেষ্টা করবো।

 


rx Pushpa

78 Blog Beiträge

Kommentare