মেয়রদের কথা

চার রাজ্য- ফাউণ্ডেশন যুগের গোড়ার দিকে প্রথম এম্পায়ার থেকে বেরিয়ে এসে অ্যানাক্রিয়ন প্রদেশের

চার রাজ্য- ফাউণ্ডেশন যুগের গোড়ার দিকে প্রথম এম্পায়ার থেকে বেরিয়ে এসে অ্যানাক্রিয়ন প্রদেশের চারটি অংশ স্বাধীন এবং ক্ষণস্থায়ী রাজ্য গড়ে তোলে। এদেরকেই চার রাজ্য নামে অভিহিত করা হয়। চার রাজ্যের মধ্যে অ্যানাক্রিয়নই ছিল সবচেয়ে বড় এবং শক্তিশালী। অ্যানক্রিয়নের এলাকা বিস্তৃত ছিল…

 

…স্যালভর হার্ডিনের প্রশাসনিক আমলে রাজ্য চারটির ওপর যে এক অদ্ভুত সমাজ ব্যবস্থা অস্থায়ীভাবে চাপিয়ে দেয়া হয়, নিঃসন্দেহে সেটাই চার রাজ্যের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার।…

 

–ইনসাইক্লোপীডিয়া গ্যালাকটিকা

 

.

 

প্রতিনিধিদল!

 

হার্ডিন আগেই বুঝতে পারছিলেন, ওরা আসছে, আর সেজন্যই বিরক্তিকর ঠেকছে তার কাছে ব্যাপারটা।

 

ইয়োহান লী পরামর্শ দিলেন চরমপন্থা গ্রহণের। সময় নষ্ট করার কোনো কারণ দেখি না আমি, হার্ডিন। সামনের ইলেকশান পর্যন্ত ওরা কিছু করতে পারছে না লিগ্যালি অন্তত- তার মানে, বছরখানে সময় হাতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে, ঝেড়ে ফেলছ না কেন ওদের?

 

ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরলেন হার্ডিন। তুমি আর কিছু শিখলে না, লী। চল্লিশ বছর ধরে চিনি তোমাকে, এখন পর্যন্ত পিঠে ছুরি মারার চমৎকার কৌশলটা শিখতে পারলে না তুমি।

 

এভাবে যুদ্ধ করা আমার নীতি নয়, বিরস বদনে বললেন লী।

 

হ্যাঁ, জানি। সম্ভবত সেজন্যই একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করি। থেমে একটা সিগার বের করলেন তিনি পকেট থেকে। পেছন দিকে হাঁটতে অভ্যস্ত ইনসাইক্লোপীডিস্টদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটবার পর অনেক দূর চলে এসেছি আমরা, লী। বুড়ো হয়ে যাচ্ছি। বয়স বাষট্টি হয়ে গেছে। কখনও কি ভেবে দেখেছ, কত দ্রুত কেটে গেল সেই তিরিশটা বছর?

 

শব্দ করে নাক দিয়ে খানিক বাতাস নির্গত করলেন লী। আমার কিন্তু নিজেকে ততটা বুড়ো মনে হয় না। অথচ ছেষট্টিতে পড়েছি আমি।

 

তোমার মতো প্রাণশক্তি আমার নেই। অলস ভঙ্গিতে সিগারটা টানছেন হার্ডিন। ভেগার সেই


Rx Munna

447 Blog posts

Comments