নামহীন ভালোবাসা

গত বছরের এই মে মাসেই মিষ্টির সাথে আমার প্রথম পরিচয়। পরিচয়ের পর থেকেই মেয়েটিকে ভালোবেসে ফেলি। অনেকটা মনের অজা??

গত বছরের এই মে মাসেই মিষ্টির সাথে আমার প্রথম পরিচয়। পরিচয়ের পর থেকেই মেয়েটিকে ভালোবেসে ফেলি। অনেকটা মনের অজান্তেই দুজন দুজনার হয়ে যাই। এখন এমন মনে হচ্ছে যে মেয়েটিকে ভালোবাসার জন্যেই হয়তো আমার জন্ম হয়েছে। গতকাল মিষ্টি সিলেট এসেছে। বোনের বাসায় ঘুরতে আসার নাম করে শুধুই আমার সাথে দেখা করাই ছিল মূল উদ্দেশ্য। অনেকদিন পর মিষ্টির সাথে দেখা হচ্ছে খবরটি একদিন আগেই জানা হয়েগিয়েছিল। গত ডিসেম্বরে মেয়েটির সাথে লাস্ট ঘুরা হয়েছিল। প্রত্যেকবার ও সিলেট আসার আগের রাতে আমার ঘুম হয় না। সারারাত ওকে নিয়ে ভাবত ভাবতে আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে করতেই পার হয়ে যায়। গতকাল সকালেই বের হই মিষ্টিকে নিয়ে ঘুরতে। রিক্সায় করে পাশাপাশি বসে এয়ারপোর্ট রোডে চলে যাই দুজন। প্রায় সময় আমরা এই রাস্তাতেই ঘুরতে যাই। চা বাগান ঘেরা এই রাস্তাটি মিষ্টির খুব প্রিয়। চা বাগান আর পাহাড় ঘেরা এই রাস্তায় দুজন দুজনার হাত ধরে হাটি। নির্জন কোনো এক জায়গায় দুজন পাশাপাশি বসে দূরের আকাশ দেখি। আমার একটু লজ্জা বেশিই, তারপরও মেয়েটির নির্বাক চাহনির দিকে আমি ভ্যা করে তাকিয়ে থাকি। আঙুল ধরে টানাটানি করি। খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে কিন্তু পারি না। কারণ আমার এতো সাহস হয় নাই যে কোনো মেয়েকে আমার বুকে জড়িয়ে ধরি। মিষ্টিও লজ্জাবতী মেয়ে। সাহস করে একবার জড়িয়ে ধরে না। সবসময় মেয়েটির ছোঁয়া পেতে ইচ্ছে করে। অভিমানের সুরে যখন কথা বলে তখন মেয়েটির ফর্সা গালে দুধে আলতা ভাব চলে আসে। সেই গালে আমার আল্পনা আঁকতে ইচ্ছে করে। ভালোবাসার আল্পনা। আজ মিষ্টি বাড়িতে চলে যাচ্ছে। খুব কান্না পাচ্ছে তারপরও মেয়েটিকে বুঝতে দিচ্ছি না। জানি মিষ্টিরও কান্না আসছে কিন্তু আমায় বুঝতে দিচ্ছে না। জানিনা কতদিন পর আবার একসাথে হাত ধরে হাটবো, পাশপাশি বসে মেয়েটির নিষ্পাপ চাহনি দেখবো। কোনোকোনো সময় ভালোবাসাও পাষাণ হয়ে যায় তার নিজেকে আমাদের কাছে পরিপূর্ণ রাখার জন্য। মনে হচ্ছে এক জীবনে আর কোন অপূর্ণতা নেই আর আমার। ছোট্ট আঙুলে ও যখন হাত আঁকড়ে ধরে তখন মনে হয় এইতো সমৃদ্ধ আমি আর কি লাগে! ভালোবাসতে যেমন অনন্ত কালের প্রয়োজন নেই তেমনি ভাল থাকতেও এত কিছুর দরকার নেই,না দামী গাড়ি না দামী বাড়ি শুধু প্রয়োজন প্রিয় জনের পাশে থাকার নির্ভরতাটুকু। এতেই জীবন হয় তৃপ্ত।


Jwel Jwel

181 Blog postovi

Komentari