মেয়েদেরকে যদি আর কখনও ছোট করিস,আর ছোট করে কিছু বলিস তাহলে চাপার দাত একটাও থাকবে না,যে মুখ দিয়ে বাজে কথা বলবি সেই মুখটাই ছিড়ে ফেলব(অচেনা একটা মেয়ে)
.
কথাগুলো বলেই মেয়েটা চলে গেল৷আর আমাকে কিছু বলার সুযোগই দিল না৷কেন মারল আর কি করলাম আমি?কিছুই তো মাথায় আসতেছে না৷
আর তখনই সাথের একজন এসে বলল
.
--কিরে তন্ময়,তোকে মারল কেন?
.
--কি জানি ভাই?আমি তো কিছুই বুজতেছি না৷হঠাৎ কোথা থেকে যেন আসল আর এসেই গালে থাপ্পর তারপর মেরে চলে গেল৷
.
--হুম,কিন্তু তুই কি কোনো মেয়েকে কিছু বলেছিস বা কারো সাথে ফান টান করেছিস?
.
--ওই শালা,আমি কি ওই ধরনের ছেলে যে মেয়েদের সাথে ফান করব?আর তুই জানছ না,মেয়েদের থেকে সব সময় আমি অনেক দুরে থাকি,তাহলে কাকে কখন কি বললাম?
আর এই মেয়েটাকে চিনিস?
,
--হুম৷ও আমাদের পার্শবর্তী ভার্সিটিরই ছাত্রী৷আমাদের থেকেও ৩বছরের সিনীয়র৷কিন্তু হেব্বি রাগী,এই কলেজ সহ ভার্সিটিতে যদি কোনো ছেলে ,কোনো মেয়েকে যদি সামান্যও টিজ করে তাহলে তাকে উচিৎ শাস্তি দেয়
.
--তাই নাকি?ওর এতই ক্ষমতা?তো নাম কি ওর?
.
--ওর নাম নিলা৷সিনীয়র বলে সবাই নিলা আপু বলেই ডাকে৷আর সবাই খুব ভয়ও পায়৷হেব্বি রাগি আর অনেক বড়লোক ঘরের মেয়ে
.
--ওই বড়লোক হইছে তো কি হইছে,তাই বলে কি সব ওর হয়ে গেছে নাকি?
.
--বড়লোক হইছে সেটা বড় কথা না,বড় কথা হলো ওহ দুইটা বড় ভাই আছে৷দুইটাই এলাকার অনেক বড় সন্ত্রাসি৷তাই ওদের বোনকে ভয় পাবেই
,
--সন্ত্রাসী তো কী হইছে?তাই বলে কি ওই নিলা না টিলা ,ও সন্ত্রাসীগিরি করব নাকি
,
--আরে ভাই,ও তেমন মেয়ে না,ওর ভাইয়ারা এমন হলেও,ও একদমই অন্যরকম৷ও শুধু তাদেরকেই উচিৎ শিক্ষা দেয়,যারা মেয়েদেরকে বিরক্ত করে
.
--হুম৷কিন্তু আমাকে মারল কেন?আল্লাহ ও আল্লাহ,আমার মত সহজ সরল পোলারে কেন এই মাইয়া মরল?
.
বলেই হো হো হো করে চিক্কুর দিলাম৷কারন আমি আজ অব্দি আম্মু আর স্কুলের মেডাম ছাড়া কোনো মেয়ের মাইর খাই নাই৷আর আজকে...........
যাক অনেক চিক্কুর দিয়া,নাক পরিষ্কার করে বাসায় গেলাম৷
পরেরদিন
.
কলেজের মাঠে চুপ কইরা এতিমের মত বইসা রইছি,আর ভাবতাছি যতদিন আছী এই কলেজে কোনো মাইয়ার সাথে কথাই বলমু না৷আর কথা না বললে ওই মাইয়াও আমাকে মারতে পারব না৷
ওরে বাবারে !কি জোড়ে জোড়ে থাপ্পর গূলো মারল আমায়৷
.
নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ভাবছিলাম৷
হাঠাৎই সুর্যের আলোর ছায়ায় খেয়াল গেল৷আর কোনো একটা মানুষের ছায়া আমার উপরে আসল৷উপরে তাকাইয়া দেখি কালকের ওই নিলা আপু৷আল্লাহ আমারে বাচাঁও৷এই মাইয়া আমার কাছে আবার আসল কেন?
মনে হয় আজকেও হুদাই আমাকে মারব৷
না আমি দোষ না করে মাইর খাইতে পারমু না৷
তাই গালে হাত দিয়াই কোনো মতে দাড়ালাম৷আর দাড়িয়ে সাথে সাথেই ভো দৌড়৷
.
--এই দাড়াও,ওই দাড়াও(নিলা আপু)
,
কে শুনে কার কথা,মাইর খাওয়ার এত সখ হয় নাই৷তাই আর দাড়ালাম না৷এক দৌড়ে একেবারে
কলেজের বাইরে এসে পরছি৷আল্লাহ
বাচাইছো আমারে৷
গুন্ডার বোন,মনে হয় গুন্ডাই৷
.
পরেরদিন কলেজে আবার গেলাম৷
আজকে চূপ চাপ ক্লাসে বইসা রইছি৷একদম বাইরে বেরই হইনি৷
হঠাৎই কারও হাত আমার কাদে
পিছনে তাকাতেই ভয়টা একটু বেড়ে গেল৷কারন নিলা আপুই আমার কাদে হাত রেখেছে৷আর তখনই আমি ভয়ে বলতে লাগলাম
.
--বিশ্বাস করেন আপু,আমি কোনো মেয়েকে বিরক্ত করিনা৷আমি আজ অব্দি এই কলেজের কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনাই৷প্লিজ আমাকে মারবেন না
আমি না মেয়েদেরকে অনেক ভয় পাই
.
--ভয় পাও কেন?(নিলা)
.
-ভয় পাই কেন তা জানিনা৷কিন্তু অযথা মাইর খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই,আমি খুউউব সহজ সরল পোলা
.
--হুম৷আর তুমি রাগ করো না,আসলে ওইদিন একটা মিসটেক হয়ে গিয়েছিল
.
--কিসের মিসটেক?
,
--ওই যে তোমাকে মেরেছিলাম৷আসলে ওইদিন অন্য একটা ছেলেকে মারতে গিয়ে তোমাকে ভুল করে মেরেছিলাম
,
--কেন মারতে চেয়েছিলেন ওই ছেলেকে
,
--মেয়েদের অনেক বিরক্ত করত,তাই,৷৷৷আর ভূল করে সেটার জন্য তোমাকে মেরেছি৷প্লিজ কিছু মনে করোনা
সরি.
.
-- না না,সরি বলার কিছুই নেই,আপনি বুঝতে পারছেন এটাই অনেক৷আর এখন প্লীজ আমাকে ছেড়ে দি দিন,আমাকে মারবেন না
,
--আরে বোকা ছেলে,তোমাকে মারব কেন,তুমি তো আর কোনো অপরাধ করো নি
.
তখনই ওই নিলা আপুর হাত টান দিয়ে আমার বুকের ওপর রাখলাম,আর উনি তখন বলল
.
--এটা কি হলো?
,
--সরি আপু,রাগ করবেন না,
দেখেন ভয়ে আমার বুকের মধ্যে কেমন ধুক্কুর ধুক্কুর করতাছে৷প্লিজ আমাকে একটু একা থাকতে দিন,নয়ত আমি জ্ঞান হারিয়েই ফেলব
.
--হি হি হি,বোকা ছেলে কোথাকার৷আচ্ছা এত ভয় পেতে হবে না৷
তুমী বসে থাকো আমি গেলাম৷
.
--হূম
.
বলেই উনি চলে গেল৷
আহ কেমন জানি একটু শান্তি লাগতাছে৷বুঝিনা মেয়েদের সামনে থাকলে এত ভয় কেন লাগে৷
ঠিক তখনই
.
--এই ছেলে.
.
--ও রে আল্লাহ(ভয় পেয়ে)
.
--ভয় পেয়ে গেলে নাকি?
,
--হুম(মাথা নাড়িয়ে)
.
--আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না৷তোমার নাম কি?
,
--জি ত ত তন্ময় হাসান(তোতলাতে তোতলাতে)
.
--হি হি হি৷বোকা ছেলে৷আচ্ছা যাই তাহলে কেমন
,
--হুম
.
তারপর নিলা আপু চলে গেল৷
আর আমার মনেও একটু শান্তি পেতে শুরু করলাম৷
কি বাঁচাটাই না বাঁচলাম৷
আসলে সবাই তো আমার মত এত সহজ সরল পোলা না৷তাই হয়ত আমাকে বোকা টোকা ভাবতাছে৷ভাবলে ভাবুক তাতে আমার কি?
আমি মেয়েদের কোনো সাইডেই নাই৷
.
ওইদিনের মত দিনটা কেটে গেল৷
রাতে একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পরলাম৷
আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম৷তারপর ফ্রেস হয়ে কলেজে গেলাম৷ কলেজ শেষ করে মাঠে শুয়ে আছি৷ঠিক তখন বিকেল বেলা৷
হঠাৎই নিলা আপুর আগমন৷আর ওনি এসেই আমাকে ডাক দিল
,
--এই যে মিষ্টার তন্ময়
.
--জ্বি আপু,কিছু বলবেন
.
--ওই তোমার আপু হলাম কিভাবে আমি?
,
--আপনি আমার সিনীয়র,তাই আপু(এই মাইয়াটা যে কেন আসে বুঝিনা)
.
--আচ্ছা যাই হোক,মাঠে এভাবে শুয়ে আছো কেন?
.
--এমনিতেই
.
--চল আমার সাথে
.
--কো কো থায়(ভয়ে তোতলাতে তোতলাতে)
,
--এইত তোমাকে নিয়ে একটু ঘূরতে যাবো
,
--কোথায় ঘূরতে যাবেন আমাকে নিয়ে(একদম আবুলের মত হইয়া গেলাম)
,
--ওই এত কথা বল কেন?যেতে বলছি যাইবা
,
--আমাকে নিয়ে আবার মারবেন না তো
.
--না,
.
--আচ্ছা একটা কথা বলি
.
--হুম বলো
,
--আমী কেন আপনার সাথে যাবো?
.
--কেন যাবে মানে?এমনিতেই যাবে
.
--না আমি আপনার সাথে যাবো না৷আমি মেয়েদের সাথে থাকতে পছন্দ করিনা,আপনি একা যান
,
--ওই তোমাকে যেতে বলছি না
.
--আমি যাবো না
.
--কি বললি তুই?আমার মুখের ওপর কথা?তোকে তো আজকে শেষই করে ফেলব.
.
বলেই আমার কলার টান দিয়ে ধরল৷আর আমি ভয়ে একদম শেষ৷
শালার বুঝিনা মেয়েদেরকে কেন এত ভয় পাই৷আর এই নিলা টিলাকেও কেন আরও বেশি ভয় পাই৷বাপরে
প্রথমদিনের চড়ের কথা এখনও মনে পড়ে আমার৷
.
--কিরে এমন চূপ হয়ে আছিস কেন?যাবি না শুরু করব?
.
--হি হি হি,কে বলছে যাবো না,আমি তো আপনার সাথে যাবার জন্যই এই মাঠে বসে বসে ওয়েট করছিলাম(আল্লাহ আমারে এই নানির হাত থেকে বাঁচাও)
.
--তাই নাকি?তাহলে এখনি চল
.
তারপর আর কি আর করার? ইচ্ছা না থাকলেও মাইর খাওয়ার ভয়ে ওর সাথে যাওয়া শুরু করলাম৷
নিলা আপু আমাকে ওদের ভার্সিটির ফুলের বাগানে নিয়ে গেল৷আর ওখানে বসার জন্য কতগূলো বসার বেঞ্চ আছে৷ওইখানে বসালো৷আর তারপরই
বলতে লাগল
.
--আচ্ছা তন্ময়,তোমার বাসায় কে কে আছে?
,
--আমার বাসায় কেউ নাই.(মজা করে)
.
--কেউ নাই মানে?
.
--মানে বাসায় কেউ নাই,সবাই বেড়াতে গেছে
,
--আরে বোকা,তোমার আব্বু আম্মু সহ তোমার কে কে আছে
,
--আমি আর আমার আব্বু ,আম্মুই
.
--হুম খুব ভালো৷আর একটা কথা শুনো,কলেজে কোনো মেয়ের সাথেই কথা বলবা না,ভালোভাবে পড়ালেখা করবা,যদি কোনো মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করো,তাহলে মেরে হাত পা ভেঙ্গে ফেলব
,
--এই ,আপনি তো দেখছি অনেক বড় গুন্ডি একটা মাইয়া,খালি কথায় কথায় মারার কথা বলেন
,
--ওই চুপ,একদম চুপ,গুন্ডির কি দেখছছ,যখন মারা শুরু করব,একদম হাত পা সত্যিই ভেঙ্গে ফেলব(অনেক রেগে গেছে)
.
--না না,আমাকে মারবেন না
,
--হুম মারব না,আমি যেভাবে বলব ,ঠিক এখন থেকে সেভাবেই চলবা,যদি একটু এদিক সেদিক করো তাহলেই ইচ্ছামত মাইর খাইবা
,
--আমি কিভাবে চলব?
,
--তোমার ফোন নাম্বার দাও!কখন কি কি করতে হবে,সেটাই আমি বলে দিব,আর তুমি ওইগূলোই করবা
,
--আচ্ছা,আপু,আমাকে নিয়ে এত কিছু কেন করছেন৷আরও তো অনেক ছেলে আছে,প্লিজ আমাকে নিয়ে এগূলো করবেন না৷আমার মত মাছুম বাচ্ছাকে
দিয়ে.......
.
--ওই কি বললি?মাছুম বাচ্ছা?তুই এখনও ফিডার খাছ?একদম চুপ করে থাকবি৷যেটা বলব সেটাই করবি,তা না হলে
.
--না না,তা না হলে কিছুই না,আপনি যেভাবে বলবেন,সেটাই হবে
.
--এই তো গুড বয়৷তাহলে শুন.এখন চুপ করে একদম ভদ্র ছেলের মত বাসায় যাবে,তারপর ফ্রেস হয়ে,খাবে,আর তারপর রেস্ট নিবা৷আর পরে টাইম মত আমি ফোন দিবো৷ফোনটা রিসিভ করবা
.
--হুম যাও তাহলে
.
--হুম
.
--এই নাম্বারটা দাও
.
--017220******
.
--হুম
.
তারপরই ওই মেয়ের কাছ থেকে বিদায় নিলাম৷
আর বাসায় এসে বাথরুমে গিয়ে চিক্কুর মাইরা কান্না করতে লাগলাম৷কারন যেই বিপদে পইরা যাইতাছি বাথরুমে গিয়ে কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নাই৷কথায় আছে সব প্যারা ভালো কিন্তু মেয়ে মানুষের প্যারা একদমই ভালো না.
.
.
চলবে.....
.
.
.
বিঃদ্রঃ ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷আর অনেকদিন পর গল্প লিখার কারনে হয়ত তেমন সুন্দর করে লিখতে পারিনি৷তবে সবার উৎসাহ পেলে আবার ঠিকঠাক মত লিখতে পারব৷
#ধন্যবাদ_সবাইকে__
#সিনীয়র_আপু
#writter_Tannoy_Hasan
#part_2
#collected
বিকেলবেলা খুব আরামে ঘুম দিচ্ছিলাম৷
হঠাৎই ভুমিকম্প শুরু হয়ে গেল৷ভয়ে আমার
পরান পাখি আনচান আনচান করতে লাগল৷আমি মারে বাবারে বইলা
এক লাফে উঠে পরলাম৷যেই দৌড় মারতে যামূ ওমনিই মনে পরল ফোন তো ভ্রাইব্রেশন করা৷
আর তখনই কপালে একটা থাপ্পর মাইরা কইলাম
ফাডা কপাল আমার?হুদাই ভয় পাইলাম৷আর তখন হেব্বি রাগ উঠে গেল৷এত সুন্দর একটা ঘূম দিতাছি আর আমার ঘুমের ১২টা বাজাইছে৷তাই ফোনটারে ঢিল মাইরা নিচেই রেখে দিলাম৷আবারও ফোনটা কাপতে লাগল৷ফোন হাতে নিতেই দেখলাম অচেনা নাম্বার থেকে কল৷তাই আর রিসিভ করলাম না৷ফোনটা হঠাৎ কেটে গেল৷একটু পর আবারও ফোন,বার বার ফোন আসায় এক প্রকার রাগ নিয়েই ফোন রিসিভ করলাম
,
--ওই তুই কিডারে?আমার এত ভাল একটা ঘুম নষ্ট কইরা দিছোছ?সামনে পাইলে তোরে....
.
--ওই সামনে পাইলে কি করবি?আর তোর সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার...(রাগী কন্ঠে মেয়ে)
.
--এই রে,এই মেয়ে আবার কে?আর আমারে ফোন দিল কেন?(মনে মনে)
.
--ওই চুপ করে আছছ কেন?আর এক্ষনি কলেজে আয়,একদম দেড়ি করবি না
.
--কে গো আন্টি আপনি?ভুল করে আমারে ফোন দিছেন তাই না?ভালো করে দেখেন নাম্বারটা ভুল করছেন(একটু হাসি দিয়েই)
.
--ওই তন্ময়ের বাচ্ছা,চুপ করে এখন কলেজে আয়,আমি নিলা,বুঝতে পারছোছ?
,
--গিলা?কিসের গিলা?মুরগির গিলা নাকি কইতরের গিলা(নেটের কারনে মনে হয় গিলাই শুনছি)
.
--হারামিইইইই,তোরে তো আজকে শেষ কইরাই ফালামু৷চুপ কইরা কলেজে আয়,আমি ভার্সিটির নিলা.
.
নামটা এবার ভালো করেই শুনলাম৷
এই তো দেখি নিলা আপু আমারে কল দিছে৷
আল্লাহ গো এই মাইয়া আমারে কেন এত প্যারা দিতাছে৷আমার মত সহজ সরল পোলারে কেন
ফোন দিতাছে৷কেন বুঝেনা আমি মেয়েদেরকে ভয় পাই৷আর এমন গুন্ডিদের সামনে যেতেই আমার সমস্যা হয়ে যায়৷ঠিক তখনই ফোনের ওপাশ থেকে
,
--কিরে কথা বলছ না কেন?১০মিনিটের ভিতর না আসতে পারলে তোর অবস্তা করূন করে ফেলমু
.
বলেই ফোনটা কেটে দিল৷
হায় আল্লাহ এই মাইয়া কয় কি?১০মিনিটের ভিতরে যেতে হবে?কি আর করার রিক্সা ছাড়াই বুলেট গতিতে দৌড় মারা শুরু করলাম৷
এক দৌড়ে কলেজে চলে গেলাম৷
গিয়েই দেখলাম নিলা আপু মাঠের এক কর্নারে দাড়িয়ে আছে৷আমি ওনার সামনে একটূ ভয় নিয়েই গেলাম৷আর তখনই বললাম
,
--নিলা আপু,ও নিলা আপু,এইযে দেখেন আমি আইসা পরছি(মাথাটা নিচু করে হাপাতে হাপাতে)
.
--ওই একদম আপু ডাকবি না৷আপু ডাকলে একদম কাচা খেয়ে ফেলব
.
--কিন্তু কেন আপু?আপনি তো আমার থেকে ৩বছরের সিনিয়র৷
.
--হাজার বছরের সিনিয়র হলেও আপু বলবি না
.
--তাহলে আপনাকে আন্টি ডাকি?
.
--ঠাসসসসসস ,আন্টি ডাকবি?তোর সাহস কত?একদম মেরে হাত পা ভেঙ্গে ফেলব
.
--তাহলে কি বলে ডাকব(গালে হাত দিয়েই)
.
--নিলা বলে ডাকবি,নাম ধরে ডাকবি
.
--আম্মু শুনলে মারবে
.
--ওই এখানে তোর আম্মু আসল কোথা থেকে
.
--আম্মূ এখানে আসেনি,তবে আম্মু বলছে বড়দের নাম যেন মূখে না বলি,তাদেরকে সম্মান করতে বলছে
.
--রাখ তোর সম্মান,আমার নাম ধরেই ডাকবি,নয়ত একদম মারতে মারতে দাত ফেলে দিব
.
--ঠিক আছে নিলা আপু
,
--ঠাসসস ঠাসসসস,আবার আপু বললি কেন?
.
--ওপস,সরি আপু,আর আপু বলব না
.
--তুই আবার আপু বললি????????(হেব্বি রেগে)
.
--আমি কি ইচ্ছা করে বলি নাকি?আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,প্লিজ আমাকে আর মারবেন না,
আপনার মার খেয়ে আমার দাত গূলো এখন নড়ে, বিশ্বাস না হলে এই যে দেখুন(হুদাই হা করে দাত টানাটানি শুরু করতাছি)
.
--ওই তোর এগূলো বন্ধ কর.
আর এখন আমার সাথে চল
.
--কোথায়?
.
--জাহান্নামে
,
--এই না,আমি ওখানে যাবো না,আমি ওটাকে খুব ভয় পাই
.
--আল্লাহ,এই ছেলে যে বোকা,কিন্তূ এত বোকা আগে তো জানতাম না,তুই আমার সাথেই চল(বিরক্ত হয়ে)
.
তারপর ওনার সাথেই মাঠের এক কর্নার দিয়ে হাটতে লাগলাম৷আর কলেজের এক কর্নারে
ফুসকার দোকান বসেছে৷নিলা আপু আমাকে নিয়ে ওখানে গেল৷আর যাবার পরই বলল
.
--কি খাইবা?ফুসকা না চটপটি
,
--আমি কিখু খামু না,আমি বাসায় যামু
,
--ওই,একদম চুপ,বল কি খাবি(ধমক দিয়ে)
,
--খালি ধমক দেন কেন
.
-ধমক দেওয়ার কাজ করছ কেন?এখন বল কি খাবি
,
--ফুসকা খামু কিন্তু টাকা দিমু না,কারন টাকা আনতে মনে নাই
,
--হা হা হা,তোর টাকা দেওয়া লাগবো না৷
.
তখনই নিলা আপু ফুসকা অর্ডার করল৷
আর দুজনেই ফুসকা খাওয়া শুরু করলাম৷
ফূসকা খাওয়ার সময় খেয়াল করলাম নিলা
আপু চোখ বন্ধ করে ফুসকা খাচ্ছে৷মানে ফুসকা খাওয়ার সময় চোখ বন্ধ করে ফেলে৷তখন তো ওনাকে দেখতে হেব্বি লাগছিল৷তখন মনে মনে ভাবছিলাম,
এই মেয়েটা যদি আমাকে মার টার না দিয়ে আদর করত?
কিন্তু কে শুনে কার কথা?গুন্ডি কি আর ভালো হয় নাকি?ঠিক তখনই জোড়ে ধমক মারল,আর বলল
.
--এরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন?
তাড়াতাড়ি খা
.
--হুম খাচ্ছিই তো
.
ধুররর কেমন ডা লাগে?খালি ধমক দেয়৷
ওইদিন ফুসকা খাওয়া শেষ করে৷বাসায় আসলাম৷
আর বাসায় এসে পড়তে বসলাম৷রাত প্রায় ৯টার মত
ঠিক তখনই ফোনে হো হো,হাম্বা হাম্বা মেসেজ এলার্ম টা বেজে উঠল৷ওই মিয়ারা আমার মেসেজ টনের দিকে নজর দিল,কিন্তু বউ চইলা যাইব হি হি হি৷
যাই হোক হাতে ফোন নিয়ে দেখলাম ওই নিলা আপুরই মেসেজ৷
মেসেজে লিখা
,.......অনেক রাত হইছে এবার চুপচাপ খেতে যেও,একদমই দেড়ি করবা না৷খেয়ে তারপর আমাকে আরেকটা মেসেজ দিবা৷আর এই কথাটা না শুনলে কাল একটা মাইরও মাটিতে পরবে না.....
.
শালার ওই মাইয়ারে কি পাগলা কুত্তায় কামরাই ছে নাকি?আমি নিজে কখন খাবো সেটাও ওর বলে দিতে হবে,আমি কি জানিনা কখন খেতে হবে৷আর এখন খেয়ে মেসেজ না দিলেও কাল আবার মারবে৷
আমি এখন কোথায় যামু?
অনেক রাগ নিয়েই খেতে গেলাম৷আম্মূ বার বার জিজ্ঞাসা করছে
.
--কি রে তন্ময়,মন খারাপ কেন?আর তুই তো এত তাড়াতাড়ি খাস না
,
--দেখো,খাই তো না কি হইছে?যমের পাল্লায় পড়লে সবই করতে হয় ,তুমি আর দেড়ি করো না,খাবার দাও ,খামূ
.
--যমের পাল্লা মানে?
.
--তুমি ওইটা বুঝবানা,তাড়াতাড়ি খাবার দাও তো
.
--হুম
.
তখন খাওয়া শেষ করে ওই মেয়েকে মেসেজ দিলাম৷
আমি খেয়ে নিছি,আর আপনিও খেয়ে নিয়েন৷ভাল থাইকেন৷বাই
.
বলেই ফোনটা ঢিল মেরে বিছানায় ফেলে তারপর পড়তে বসলাম৷পড়া শেষ করতে করতে প্রায় ১২টা বেজে গেল৷
আর এই দিকে চোখে তেমন ঘুম ছিল না৷তাই ভাবলাম
একটু ফোন নিয়া ফেসবুক চালালে কেমন হয়?
নিশ্চয় ভালই হবে৷তাই হাতে ফোন নিলাম ফেসবুক চালাবো বলে৷ঠিক তখনি ফোনের মধ্যে ""হো হো,হাম্বা হাম্বা"" মেসেজ টা বেজে উঠল৷
মেসেজ টা দেখতেই রাগ উঠে গেল৷কারন মেসেজটা নিলা আপুর৷আর যখন মেসেজটা পড়তে যাবো,ঠিক তখন অনেক বড় মাপের একটা শকড খাইলাম৷
মেসেজে লেখা,""""এই ছেলে,এত রাত করে ফেসবুক চালানোর কোনো দরকার নেই,এখন চূপ চাপ লক্ষি ছেলের মতো ঘুমিয়ে পড়ো,নয়ত কাল কিন্তু মাইর খাইবা"""""""
.
মেসেজটা দেইখা আবেগে কাইন্দা দিলাম৷
এইডা কিভাবে সম্ভব?আমি মনে মনে ভাবছি ফেসবুক চালামু,সেটা কাউরেই বলিনি৷কিন্তু ও কিভাবে জানলো?তখন আশেপাশে রুমের ভিতরে বাইরে ওরে খূজতে লাগলাম৷আর রুমের ভিতর শুইয়া শুইয়া চিক্কূর দিতে লাগলাম৷
.
রাতে কখন ঘুমিয়ে পরছি আর মনে নেই,তবে খুব সকালে উঠে দেখলাম ওই মেয়ে গুড মর্নিং এর মেসেজ পাঠাইছে৷
মেসেজ দেইখা তো হেব্বি রাগ উঠছে৷এই দুদিনেই আমার জীবনটারে জ্বালাপালা কইরা ফেলতাছে৷আর কয়েকদিন থাকলে কি জানি হয়?
এজন্যই বুঝি মানুষ বলে,সব প্যারা ভালো কিন্তু মেয়েদের প্যারা ভালো না৷
সকালে তৈরি হয়ে কলেজে গেলাম৷
কলেজ শেষ করে বাসায় আসব ঠিক তখনই
.
--এই তন্ময়?দাড়াও
.
পিছনে একটু তাকাইয়া দেখি নিলা আপু,তাই ভালো করে আর তাকালাম না৷সোজা হাটা শুরু করলাম৷
কিন্তু আমি ওনাকে ছেড়ে যেতে চাইলে কি হবে?উনি তো আমাকে ছাড়ছে না৷আমার পিছু পিছু ডাকতে ডাকতে একেবারে সামনে এসে হাজির৷আর এসেই তো হেব্বি রাগি ভাব
.
--এই তোরে ডাকতাছি না?
.
--কোথায়?কখন ডাকলেন(মিথ্যা বললাম)
,
--ওই,আমার ডাক শুনতে পাস নাই?
.
--পাইলে কি হাটতাম নাকি?(এবারও মিথ্যা বললাম)
.
--একদম মিথ্যা বলবি না,আর এখন চল আমার সাথে
,
--কোথায়?
.
--আমার সাথে একটু ঘুরতে যাবি
,
--আমি যামূ না
.
--কেন যাবিনা
,
--আম্মূ না করছে,বলছে অপরিচিত মাইয়া গো লগে কোথাও যাবি না(মিথ্যা বললাম)
.
--আমি তোর অপিরিচিত?হারামি চল
.
কি আর করার যেতে তো হবেই৷
তারপর নিলা আপুর সাথে ঘুরতে গেলাম৷
আর অনেকক্ষন ঘুরার পর ফুসকা টুসকা খেয়ে বাসায় চলে আসলাম৷
এভাবেই এখন প্রতিদিন ওনাকে নিয়ে ঘূরতে যেতে হয়৷ফুসকা খাওয়াতে হয়৷কিন্তু মজার বিষয় খাওয়ার বিল প্রতিদিন নিলা আপুই দেই৷আমি দিতে চাইলেও দিতে দেয় না৷
একটা কথা বুঝিনা নিলা আপু কেন আমার সাথে এমন করে?প্রতিদিন তাকে ঘুরতে নিয়ে যাওয়া,তার সাথে কথা বলা,এগুলো আমার একদমই ভালো লাগেনা৷কিন্তু ওনি কেন এগুলো লাইক করে সেটাও জানি৷আসলে ওনি আমার সিনিয়র,ওনার সাথে তো আমার রিলেশনও হবে না৷আর আমি কখনই রিলেশন করব না৷আর আমার মনে হয়,ছোট ভাই হিসাবেই আমার সাথে এত কিছু করে৷কারন ওনি আমার থেকেও ৩বছরের সিনিয়র,এগুলো তো ওনার মাথাও থাকবে না৷রিলেশন করতে চাইলে তো আরও ভালো ভালো ছেলের সাথেই করতে পারে তাহলে আমার মত ছোট একটা ছেলের সাথে.....
ছি ছি এগুলো কি ভাবছি আমি?
নিলা আপুর সাথে রিলেশন?না এগুলো ঠিক না তন্ময়,ওনি তোমার বড় আপু এটাই মাথায় রাখবা,আর উনি যদি যানতে পারে তুমি এগুলো ভাবছো,তাহলে তোমাকে মেরে কিন্তু ভূত বানিয়ে ফেলবে.
এভাবেই নিজের মনকে অনেক কিছু বোঝাতাম৷
.
আস্তে আস্তে প্রায় ৬মাস পাড় হয়ে গেছে৷আর এই ৬মাসে আমার জীবনটা পুরো টক দই বানিয়ে ফেলছে৷
প্রতিদিন সকালে খাওয়ার সময় মেসেজ দিয়ে বলবে খেতে যেতে,দুপুরে মেসেজ দিয়ে বলে খেতে যাও,রাতে মেসেজ দিয়ে বলবে খেতে যাও,ঘুমানোর টাইম হলে বলবে এখনি ঘুমাও একদমই দেড়ি করবানা৷
আর এগুলোর জন্য প্রতিদিন হুমকিও দিতো,যদি ওর কথা না শুনি তাহলে প্রচুর পরিমানে মারবে৷
কি আর করার আমি তো মাইর খাইতে চাইনা৷তাই
নিরবে ওর কথিগুলোই মেনে চলতাম৷
.
এইত সেদিনের একটা ঘটনা বলি
.
আমাদের বাসায় বিদ্যুতের সমস্যার কারনে ফোনে চার্জ দিতে পারিনী৷আর ফোনটা দুদিন বন্ধ ছিল৷এর ভিতর আবার ছিল শুক্রবারের বন্ধ৷কলেজে যাওয়া হয়নি৷নিলা আপুর মেসেজ হয়ত দিয়ে থাকলেও আমি তার উত্তর দিতে পারিনি৷
যখন শনিবারে কলেজে গেলাম,তখন তো..................
.
.
.
চলবে.......
.
.
.
বিঃদ্রঃভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷
সবাই সঙ্গেই থাকুন৷
#ধন্যবাদ__
#সিনীয়র_আপু
#writter_Tannoy_Hasan
#part_3
#collected Sahibi Shah Saif
কলেজে যেতেই আমি একটু ভয় পেয়ে গেলাম৷কারন নিলা আপু তো আমার দিকে প্রচন্ড রাগি ভাবে তাকিয়ে আছে৷যেন মনে হচ্ছে এই বুঝি আমাকে চিবিয়ে খাবে৷ভয়ে বুকটা ধুকধুক করতে লাগল৷মনে মনে বলতে লাগলাম
,"""তন্ময় পালা নয়ত তোরে আজকে শেষই করে ফেলবে৷""
যেই ভাবা সেই কাজ,নিলা আপু আমার দিকে আসার আগেই দিলাম উল্টো পথে ভো দোড়৷
দৌড়াতে দৌড়াতে একটা ফাকা জায়গায় এসে পড়লাম৷আর তখন খুব গরম লাগছিল৷
মাথাটা নিচূ করে হাপাতে লাগলাম
ইসসস যদি একটু ঠান্ডা পানি পাইতাম?
ঠিক তখনই মূখের সামনে এক বোতল পানি এসে পড়ল৷আমি আর খেয়াল না করেই পানি খাওয়া শুরু করলাম৷
আহ কি ঠান্ডা পানি?একদম কলিজা ঠান্ডা
হয়ে গেল৷পানি খাওয়ার পর
মাথাটা উপরে তুললাম৷আর দেখতে চাইলাম কে আমাকে পানি দিছে?
মাথা উপরে তুলতেই
,
--ভূউউউউউউতততততততততত
.
--ওই হারামি একদম চুপ,নয়ত এখন মেরে ফেলব৷(আমার মূখে হাত দিয়ে ধরে রাখছে)
,
--উমম উম উম
,
--মুখ ছেড়ে দিলাম৷আর আমি ভূত তাই না?
.
--ভূত ই তো?নয়ত এখানে আসলেন কিভাবে?
.
--যেভাবে খুশি আসছি
,
--যাক আসার কারনে খারাপ হয়নি,এত বিপদের সময় ঠান্ডা পানি খাওয়াইছেন,আপনাকে ধন্যবাদ আপু(তখনও পানি খাচ্ছি আহ বলছি,কারন এই মেয়েকে দেখলে এমনিই পানি খেতে হয়)
,
--ঠাসসস
.
--ও রে আল্লাহরে,ধন্যবাদ দেওয়ায় মারেন কেন
.
--আমারে দেখে দৌড় মারলি কেন?আর এই কয়দিন কোথায় ছিলি
,
--আসলে হইছে কি আপু.আমা....
.
--ঠাসসস
.
--আরে এত মারেন কেন?আগে তো শুনেন
,
--তুই আপু বলছ কেন?আপু বললে আমার হেব্বি রাগ উঠে,একদমই আপু বলবি না
,
--ঠিক আছে আপু,আর বলব না(এই রে ,শালার মূখ ফসকে তো আপু বেরই হয়,আর এত বড় মাইয়ারে আপু না বইলা কি কমু?)
.
--ওই তুই আবার কেন আপু বললি?(হেব্বে রেগে গেছে)
.
--আরে খালি বের হয়ে যায় তো,আর তার জন্য সরি,প্লীজ আর থাপ্পর মাইরেন না৷এমনিতেই দাত ব্যাথা করতাছে
,
--হুম মারব না,তোরে কি চুম্মা দিমু নাকি?বল আমার মেসেজের উত্তর কেন দেস নাই?আর ফোন বন্ধ করে রাখছছ কেন?
,
--আরে এতে আমার কি দোষ?বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দিতে পারিনি ,তাই ফোন অফ ছিল
,
--আগে থাকতে ফোনে চার্জ ফিল আপ করলি না কেন?(রেগে রেগে ধমক দিয়ে)
.
--এই দেখেন,ধমক দিবেন না,আমি কিন্তু আপনাকে খূব ভয় পাই
.
--তাহলে সত্যি কথা বল,নয়ত একটা মাইরও মাটিতে পড়ব না
.
--আরে সত্যি কথাই তো বলতাছি৷বিদ্যুৎ ছিল না,আর আমি তো জানতাম না যে,পরে আর বিদ্যুৎ আসবে না,জানলে কি আর এমন বিপদ ডাইকা আনতাম নাকি?
.
--তুই জানস?কালকে আমি তোর সাথে ঘূরতে যাবো বলে কত ওয়েট করেছি৷তোকে নিয়ে অনেক ইচ্ছা ছিল কাল সারাদিন ঘূরব কিন্তু সেটা আর হলো না৷
,
--আরে,আপনি কি বোকা নাকি?আমাকে নিয়ে কেন ঘুরতে যাবেন?দেশে কি আর কেউ নাই?আর হ্যা আপনার সাথে আর কখনও ঘুরতে যাবো না৷আর আপনার সাথেও কথাও বলব না
,
--ওই কি বললি তুই?আমার কথা বলবি না মানে?
.
--মানে কথা বলমূ না
,
--একদম মেরে ফেলব কিন্তু
.
--এএএ,আইছে!আমি আর আপনার প্যারা নিমূ না,আমি মাইয়া গো সাথে আর ঘুরমু না
,
--তুই ঘুরবি না তোর বাপ ঘুরবে
.
--হি হি হি
.
--ওই হাসস কেন?
,
-আপনার ফোনটা একটু দেওয়া যাবে ?
,
--কেন?
.
--না মানে?আমি আমার আব্বুকে একটু ফোন দিবো
.
--ওই তোর আব্বুকে কেন ফোন দিবি
,
--ওই যে বললেন না,আমি ঘূরতে না গেলে আমার আব্বু ঘুরতে যাবে,তাই ভাবছিলাম কি,আব্বুকে ফোন দিয়ে এখানে আসতে বলি,আর আপনি তার সাথে ঘুরতে যান,হি হি হি
.
--ঠাস ঠাস,,একদম দাত ফেলে দিবো
,
--আপনি নিজেই তো বলছেন৷আর আপনি পচা কথায় কথায় মারেন(গালে হাত দিয়ে)
,
--উল্টা পাল্টা কথা বললে কি চুমামূ নাকি?
চল এখন আমার সাথে
.
--কোথায়,
,
--একটূ মার্কেটে যাবো
,
--না আমি যাবো না
.
--তুই যাবি,তোর ঘাড় সহ যাবে
.
এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে,ঠিক তখনই সামনে দেখতে পেলাম কয়েকজন মানুষ
কয়েকটা ছেলেকে হেব্বি মারছে৷মারার স্টাইল দেখেই আমি ভয়ে পালাতে যাবো ,ঠিক তখনই
নিলা আপু বলল
.
--ওই তুই কই যাস
,
--দেখেন,দেখেন ছেলেগূলো কে কত্ত জোড়ে জোড়ে মারতাছে৷ওরে বাবারে ,এভাবে কেউ মারে নাকি
.
--হুম,ওরা দোষ করেছে তাই মার খাচ্ছে
,
--আপনি কিভাবে জানেন ওরা দোষ করছে?
.
--যাদেরকে মারতাছে,তারা এলাকার মেয়েদের ওনেক ডিস্ট্রাব করে৷তাদের জন্য ভালো করে মেয়েরা কলেজেও আসতে পারেনা৷অনেকবার বলার পরও এমনই করছে,তাই তাদেরকে একটু শায়েস্তা করা হচ্ছে
.
--আপনি কিভাবে এত কিছু জানেন
,
--আরে বোকা,যারা ছেলেগূলোকে মারছে,তারা আমার বড় ভাই...
.
--কিহহহহহহহহ
.
বলেই জ্ঞান হারিয়ে ফেললাম৷মাটিতে শূয়ে পরলাম৷
কিছুক্ষন পর জ্ঞান ফিরল,আর জ্ঞান ফিরতেই
.
--এই তন্ময়,কি হইছে তোমার?তুমি ঠিক আছো তো৷
,
--ও ও ওরা আপনার ভা ভাই?(তোতলাতে তোতলাতে)
,
--হুম.
.
--ওরা আমাকেও মারবে না তো?(অনেক ভয়ে)
.
--দোষ করলে মারতেও পারে
.
--কিহহহহহহ
বলেই আবার জ্ঞান হারালাম৷বাবারে যেই মাইরের স্টাইল ,একদিন খাইলে চৌদ্দ বছরেও ভুলমূ না৷আর এমন গুন্ডাদের বোনের সাথে আমাকে সারাদিন কথা বলতে হয়৷ভাই রাই যেই বড় মাপের গুন্ডা,বোন তো তেমনই হবে৷
.
--এই তন্ময়,তন্ময়
.
অনেকক্ষন পর জ্ঞান ফিরল৷আহ তখন শুধু আহ ঊহ আহ উহ করতে লাগলাম৷আমাকে এমন করতে দেখে নিলা আপু ভয় পেয়ে গেল
.
--এই তন্ময়,তোমার কি হইছে
,
--পা পানি
.
--দাড়াও আমি পানি আনছি
.
বলেই নিলা আপু ওর ভাইদের ডাক দিল৷আর একজন পানি আনল৷
ওর ভাইদের দেখে ভয়ে আমার হাত পা,মাঘ মাসের শীতের মত কাপতে লাগল৷বাপ রে!কী হাতির মত শরীর৷কসা