ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও?
বাবাঃ তুমি দেখেছ?
ছেলেঃ না শুনেছি।
বাবাঃ শুনা কথায় কান দিতে নেই।
কিছু দিন পর—
বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ?
ছেলেঃ তুমি কি দেখেছ বাবা?
বাবাঃ না শুনেছি।
ছেলেঃ শুনা কথায় কান দিতে নেই বাবা.....
পাগল মানুষ তো কত কিছুই করে!
স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই। তাহলে তুমি কী করবে?
স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব।
স্ত্রী : আরেকটা বিয়ে করবেনা তো?
স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে!!!
কালো মুরগী বনাম সাদা মুরগী
স্যার: কালো মুরগী ও সাদা মুরগীর মধ্যে পার্থক্য কি?
বল্টু: কালো মুরগী সাদা ডিম দিতে পারে,
কিন্তু সাদা মুরগী কালো ডিম দিতে পারে না!!! :-)
হাড় কিপ্টা
কৃপণ এক লোক লটারিতে গাড়ি পেয়ে গেল। বন্ধুরা ছুটে এলো তাকে অভিনন্দন জানাতে,
কিন্তু সে মুখ গোমড়া করে বসে রইল।
বন্ধুরাঃ কী ব্যাপার, লটারিতে গাড়ি পেয়েও তুমি মনমরা হয়ে বসে আছ কেন?
কৃপণ লোকঃ একটা বোকামি করে ফেলেছি,
খামাখাই দুটো টিকিট কিনেছিলাম। একটা কিনলেই তো হতো!!
জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না। সাবাস!
একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল। আর মুরগির মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল।
তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে হঠাৎ মুরগিটি একটি গাড়ির নিচে পড়ে মারা গেল। আর তখনই মুরগির মালিকের চিৎকার-
‘বাহ! সাবাস মুরগি, সাবাস। জীবন দিলি, তবুও ইজ্জত দিলি না। সাবাস!’
GF VS BF
Gf: জান তুমি সাঁতার কাটতে পারো ?
Bf: না, পারি না ।
Gf: ছি ছি ছি, একটা কুত্তা ও তো সাঁতার পারে !
Bf: জান তুমি সাঁতার পারো ?
Gf: হ্যাঁ পারি
Bf : তাইলে...
তোমার আর কুত্তার মধ্যে তো কোনো পার্থক্যই নাই ।।
সাইকেল চালানো
বাবা : তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব। তবু ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?
ছেলে : সাইকেল চালানো শিখছিলাম!!
ওভারটাইম করেছি, স্যার
ইন্টারভিউ দিতে এসেছে এক চাকরিপ্রার্থী।
: আপনার বয়স কত?
: ত্রিশ বছর।
: আপনি কত বছর চাকরি করেছেন?
: পঁয়ত্রিশ বছর।
: এটা কী করে সম্ভব?
: ওভারটাইম করেছি, স্যার।
শিরিষ কাগজ আছে
রফিক তার নিজের দোকানের নতুন কর্মচারি হাবলুকে বললো,
`আমি বাড়ি থেকে আসছি, কোনো খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতো চালিয়ে নিতে, কাল এনে দেবো।`
খদ্দের :ভাই টয়লেট পেপার আছে?
হাবলু : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।
মেয়াদ উত্তীর্নের তারিখটা দেয়া আছে কি না দেখলাম
স্ত্রীঃ অনেকক্ষন ধরে দেখছি তুমি আমাদের বিয়ের কাবিননামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছ। কী খুজছ শুনি?
স্বামীঃ না মানে, তেমন কিছু না... মেয়াদ উত্তীর্নের তারিখটা দেয়া আছে কি না দেখলাম।
Grammar
শিক্ষকঃ আচ্ছা, বলতো Grammar কাকে বলে?
ছাত্রঃ যারা গ্রামে থাকে তাদেরকে Grammar বলে।
আর বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা Grammar এবং
বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ Grammar বলে, স্যার........!
১০০ টাকা
এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-
লোক : আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত মজুরি পরবে?
দর্জি : ৫০০ টাকা।
লোক : হাফ প্যান্ট?
দর্জি : ২৫০ টাকা।
লোক : আর জাঙ্গিয়া?
দর্জি : ১০০ টাকা।
লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায়া দেন। খালি জাঙ্গিয়ার ঝুলটা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন..
আমি তোর ভাই-ই
এক মেয়ের কাছে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসল।
মেয়ে : হ্যালো.
ছেলে : তোমার কি কোন বয়ফ্রেন্ড আছে??
মেয়ে : হ্যাঁ আছে কিন্তু আপনি কে??
ছেলে : আমি তোর ভাই, দাঁড়া আজকে বাড়িতে আসি তোর খবর আছে!!!
কিছুক্ষণ পর মেয়েটির নিকট আবার অপরিচিত নাম্বার থেকে আরেকটি কল আসল-
মেয়ে : হ্যালো!
ছেলে : তোমার কি কোন বয়ফ্রেন্ড আছে??
মেয়ে : না।
ছেলে : তাহলে আমি কে??
মেয়ে : স্যরি স্যরি জান! আমি মনে করেছি এটা আমার ভাই।
ছেলে : আমি তোর ভাই-ই, আজ তোর একদিন কি আমার একদিন!!!
কাজুবাদাম আর স্বামীর মধ্যে পার্থক্য
-বলুন তো, কাজুবাদাম আর স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
-কাজুবাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে,
স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে।
একটুর জন্যে গোবরে পা দিলাম না!
মফিজ হেঁটে যাচ্ছিল। হঠাৎ পায়ের সামনে গোবরের মত কি যেন দেখলো।
নিশ্চিত হওয়ার জন্য তা আঙুলে নিয়ে মুখে দিয়ে বলে,
‘উ-উহ বাঁচলাম, একটুর জন্যে গোবরে পা দিলাম না!’
মৃত্যু শয্যায় এক কিপটা লোক