ইংরেজি পারি না স্যার , আরবিটা পারি
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো,বল তো “ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল” এর ইংরেজি কি হবে?
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: আরবিটা পার ? ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন
চাপাবাজ
১ম বন্ধু : জানিস, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না।
২য় বন্ধু : তাই নাকি? তোর বাবা বুঝি বড় অফিসার?
১ম বন্ধু : আমার বাবা অফিসের দারোয়ান...
৫ টি ফুলের নাম
স্যার: ৫ টি ফুলের নাম বল।
ছাত্র: বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউজফুল, ইউজফুল, সুইমিংফুল।
স্যার: হারামজাদা!
ছাত্র: হারামজাদা না স্যার, হার্মফুল :)!
স্বামী স্ত্রী ঝগড়া শেষে
স্বামী স্ত্রী ঝগড়া শেষে-
স্বামী : কোথায় যাচ্ছ?
স্ত্রী: সুইসাইড করতে।
স্বামী : but এত মেকআপ কেন?
স্ত্রী : ওম্মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি ছাপা হবেনা!
কাজ শেষ। এইবার আমার সাথে দৌড় দিন!
দূর থেকে এক লোক দেখলো ছোট্ট জনি লাফাচ্ছে। একটু কাছে এসে দেখলো আসলে ছোট্ট জনি কলিং বেল চাপতে চেষ্টা করছে কিন্তু কলিং বেলের নাগাল পাচ্ছে না। সে ভাবলো, আহারে ছোট্ট ছেলেটা কতো কষ্ট করছে, একটু সাহায্য করি।
লোকটি ছোট্ট জনিকে বললো, ‘আমি কি বেলটা চেপে দেবো?’
জনি বললো, ‘আচ্ছা দিন।’
যেই লোকটি বেল চাপলো তখন ছোট্ট জনি বললো, ‘কাজ শেষ। এইবার আমার সাথে দৌড় দিন!’
চার আনা পয়সা
নাতিঃ আমাদের বাড়ির সামনের ভদ্রলোক কি গরীব আর কিপ্টে?
নানুঃ কেন রে, কি হয়েছে?
নাতিঃ না তেমন কিছু নয়। ওদের ছোট মেয়েটি মাত্র চার আনা পয়সা গিলে ফেলেছে,
তাই সেটা বার করতে কী কান্ডই না করছে!!
নিজেকে মুরগি মনে হয়
ডাক্তারের কাছে গেছেন এক মানসিক রোগী।
ডাক্তার: কী সমস্যা আপনার?
মানসিক রোগী: আমার নিজেকে একটা মুরগি মনে হয়।
ডাক্তার: কবে থেকে আপনার এ সমস্যা?
মানসিক রোগী: যখন আমি ডিম ছিলাম, তখন থেকেই!
অভিজ্ঞতা
গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন, ‘তুমি যে বাচ্চা পালবে,
তোমার কি শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?’
আয়া: আছে না! আমি নিজেই তো শিশু ছিলাম!!
5 died in a car accident
ক্লাস রুমে শিক্ষক পাপ্পুকে বললেন ইংরেজিতে 0 থেকে 10 পর্যন্ত গুনতে….
পাপ্পুঃ “0, 1, 2, 3, 4, 6, 7,8, 9, 10”
শিক্ষকঃ “5 কোথায় গেলো??”
পাপ্পুঃ “মারা গেছে স্যার”
শিক্ষকঃ “কিভাবে?”
পাপ্পুঃ গতকালকে ইংরেজি খবরে শুনলাম যে- 5 died in a car accident ....!!
কলমের আচড়
স্কুলপড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা-
১ম বন্ধু : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
২য় বন্ধু : পরীক্ষা ভাল হয়নি রে ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।
১ম বন্ধু : কীভাবে?
২য় বন্ধু : পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো।
১ম বন্ধু : হায়! সর্বনাশ হয়েছে- আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি!
আমাদের দুই জনের খাতা একই রকম দেখলে শিক্ষিকা মনে করবে না
যে, আমরা দুজনে নকল করেছি!!!
বয়স
সাংবাদিকঃ সেকি! আপনার মা যে বললেন আপনার বয়স ত্রিশ।
নায়িকাঃ মা মিথ্যে বলেননি। তবে আমি গুনতে শিখেছিলাম ছয় বছর বয়সে :)
চাবি গিলে ফেলেছি
মন্টু ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে—
মন্টু: স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।
ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?
মন্টু: তা প্রায় মাস দুয়েক হবে।
ডাক্তার: এত দিন আসেননি কেন?
মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম।
আজকে সেটাও হারিয়ে গেছে, তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।
দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা
রোগী: ডাক্তার সাহেব, দীর্ঘ জীবন পাওয়া যাবে~এমন কোনো ওষুধ আছে?
ডাক্তার: আছে, বিয়ে করে ফেলুন।
রোগী: বিয়ে করলে দীর্ঘজীবী হব?
ডাক্তার: না, তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা মরে যাবে!
কাকতালীয় ব্যাপার
এক সন্তানসম্ভবা স্ত্রী তার স্বামীকে বলল, “শুনছ, আজকেই হবে ?’
স্বামী : কী হবে?
স্ত্রী : আমি মা আর তুমি বাবা হবে।
স্বামী : দুজন একসাথেই। কী কাকতালীয় ব্যাপার!!
খালি ট্যাক্সি
কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয়।
কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না,
ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে!!
প্রতিবেশীর কুকুর
প্রতিবেশীর কুকুরটার চিৎকারে বিরক্ত এক দম্পতি। এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা।
যেতে যেতে বললেন, অনেক হয়েছে। আজ এর একটা বিহিত করতেই হবে।
এই বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি।
কিছুক্ষণ পর ফিরলেন।
স্ত্রী জিজ্ঞেস করলেন, কি বিহিত করে এলে, শুনি?
কর্তা বললেন, কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি।
এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিৎকার কেমন লাগে!
এর চেয়ে কম দেওয়া্র উপায় যে নেই
ছাত্র : দেখুন, নিশ্চয়ই কোনো গন্ডোগোল আছে খাতা দেখায়, একেবারে শূণ্য পাব বলে মনে করি না।
পরীক্ষক : আমিও মনে করি না যে তুমি একেবারে শূণ্য পাবে।
কিন্তু কী করব বল এর চেয়ে কম দেওয়ার কোনো উপায় যে নেই!!!
HSC এর পূর্নরূপ
শিক্ষকঃ বলতো HSC এর পূর্ন রূপ কি?
ছাত্রঃ স্যার এইডাতো খুব সোজা।স্যার বলব?
শিক্ষকঃ বল দেখি?
ছাত্রঃ মানে হেডমাস্টারের জুতা চোর!
শিক্ষকঃ হারামজাদা সেন্ডেল চোর!
মানুষ না আরসোলা
১ম মাতাল : তুই মানুষ না আরসোলা?
২য় মাতাল : মানুষ।
১ম মাতাল : কী করে বুঝলি?
২য় মাতাল : আরসোলা হল স্ত্রী ভয় পেত!
শিক্ষক এবং ছাত্র
শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশ বৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি…..
শিক্ষক: হাসির কি হলো?
ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!
জয় বাংলা সোনার বাংলা
এক সুন্দরী আপু রিকশায় করে যাচ্ছে এমন সময় আপে রিকশাওয়ালার ছেড়া লুঙ্গী দেখে বললো,
মামা আপনার তো জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গীটা ঘুরাইয়া পরেন ।
রিকশাওয়ালা : এহন তো জয় বাংলা দেহা যাইতাছে ঘুরাইয়া পরলে সোনার বাংলাও দেহা যাইবো ঃ)
সুযোগ আসে কাজে লাগান
একটা ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক ডাকাতি করল…!!!
তারপর পাশের একটা মহিলাকে বলল:
আপনি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে দেখেছেন?
মহিলা: হ্যা…
ডাকাতটা মহিলাকে গুলি করে মেরে ফেলল!!!!
তারপর পাশের একটা লোককে বলল:
আপনি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে দেখেছেন?
লোকটি: না, কিন্তু আমার স্ত্রী দেখেছে !!
ভাইয়া এসেছে…
বিয়ের দিন রাত্রে শাশুরি তার পুত্রবধুকে বলছে বৌমা আজকে থেকে তুমি আমার মেয়ে। তুমি আমাকে আম্মু বলে এবং উনাকে আব্বু বলে ডাকবে ঠিক আছে।বৌ বলল ঠিক আছে আম্মু ।
এমন সময় মেয়েটির জামায় বাইরে থেকে এসে কলিং বেল চাপল। শাশুরি বলল বৌমা দেখে এসোতো কে এসেছে।
বৌ গিয়ে দরজা খুলল। শাশুরি-বৌমা কে এসেছে?
বৌ-মা : ভাইয়া এসেছে…