বনী নজারের বাগানে এক পাগলা উট কোথা হতে এসে আশ্রয় নিল। বাগানে যে কেউ গেলে, সেই উট ওকে কামড় দেয়ার জন্য দৌড়ে আসতো। লোকেরা বড় সমস্যায় পড়ল এবং হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর খেদমতে এসে সমস্ত ঘটনা আরয করলো। হুযুর ফরমালেন, চলো আমি যাচ্ছি-এ বলে হুযুর সেই বাগানে তশরীফ নিয়ে গেলেন এবং সেই উটকে বললেন এদকে এসো।
উট রসুলল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নির্দেশ শুনা মাত্র দৌড়ে এস হাজির হলো এবং হুযুরের কদম মোবারকের উপর মাথা রাখলো। হুযুর বললেন,এক নাফা (নাকের ভিতর যে রশি পরানো হয়) নিয়ে এসো, নাফা আনা হলে হুযুর নিজেই নাফা পরায়ে এর মালিকের হাতে হস্তন্তর করলেন এবং উটটা মলিকের সাথে শান্তভাবে চলে গেলা অতঃপর হুযুর উপস্থিত সাহাবীগনকে ফরমালেন, কাফিরেরা ব্যতিত জমিন আসমানের অধিবাসী সবাই জানে যে আমি আল্লাহর রসূল।
সবকঃ
আমাদের হুযুরের নির্দেশে জীব-জন্তুর উপরও চলে। একমাত্র কাফিরেরা ব্যতিত সৃষ্টিকৃলের প্রতিটি বস্তু আমাদের হুযুরের রেসালত ও সত্যবাদিতা সম্পর্কে জ্ঞাত।
তথ্যসূত্র