শাহী সংবর্ধনা

হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বেছাল শরীফের সময় জিব্রাইল আমীন

হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বেছাল শরীফের সময় জিব্রাইল আমীন উপস্থিত হলেন এবং আরয করবে লাগলেন, ইয়া রাসুলল্লাহ! আজ আসমানসমূহে আপনার সংবর্ধনার প্রস্তুতি চলছে।

 

আল্লাহ তাআলা জাহান্নামের গারোগা হযরত মালেককে এ বলে নির্দেশ দিয়েছেন মালেক! আমার হাবীবের রূহ মুবারক আসমানে তশরীফ আনতেছে। এ উপলক্ষে আজ দোযখের আগুন নিভিয়ে দাও। জান্নাতের হুরদেরকে বললেন, তোমারা নিজেদের সাজসজ্জা কর এবং সমস্ত ফিরিশতাগণকে নির্দেশ দিলেন, মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর রূহ মুবারকের সম্মানের জন্য সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও।

 

আর আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন আপনার খেদমতে হাজির হয়ে আপনাকে এ সুখবর প্রদান করি যে, যতক্ষণ আপনি ও আপনার উম্মত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ সমস্ত নবী ও ওনাদের উম্মতগণের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে এবং কাল কিয়ামতে আল্লাহ তাআলা আপনার উসিলায় আপনার উম্মতের উপর বখশীশ ও ক্ষমার এমন বারিধারা বর্ষন করবেন যে এত আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।

 

সবকঃ

আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শানমান উভয় জগতে রয়েছে। জ্বীন, মানুষ,হুর, ফিরিশতা সবাই হুযুরের খাদেম ও বাহিনী। তিনি উভয় জাহানের বাদশাহ।

 

তথ্যসূত্র

  মাদারেজুন নবুয়াত ২৫৪ পৃঃ ২জি


Rx Munna

447 Blog posts

Comments