হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর গোসল মুবারকের সময় সাহাবায়ে কিরাম চিন্তা করতে লাগলেন এবং পরষ্পর আলোচনা করতে লাগলেন যে, যেভাবে অন্য লোকদেও কাঁপড় খুলে গোসল দেয়া হয়, হুযুরকে কি সেভাবে কাপড় মুবারক খুলে গোসল দেয়া হবে, নাকি কাপড়সহ গোসল দেয়া হবে। এ বিষয়ে আলোচনা হচ্ছিল।
হঠাৎ সবার উপর ঘুমের আবির্ভাব হলো এবং সবের মাথা বুকের উপর ঝুকে পড়লো। অতপর সবার কানে একটি আওয়াজ আসলো, কোন একজন বলছিল, তোমরা জাননা? ইনি কে? সাবধান! ইনি আল্লাহর রাসূল। ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতঃপর সবার চোখ খুলে গেল এবং হুযুরকে কাপড় সমেত গোসল দেয়া হলো।
সবকঃ
আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শান সবার থেকে আলাদা ও বৈশিষ্টময়। তাঁর অনুরূপ কোন ব্যক্তি হতে পারে না। তাঁর জিন্দেগী, বেছাল শরীফ, গোসল শরীফ, তাঁর রওজা মুবারকের শান, মোট কথা তাঁর প্রতিটি বিষয় বৈশিষ্টময়। কোন ব্যক্তি কোন বিষয়ে তাঁর অনুরূপ হতে পারে না।
তথ্যসূত্র
মাওয়াহেবে লদুন্নিয়া, ৩৭৮ পৃঃ ২ জিঃ