অরগানিক লোগো ডিজাইন

এটি হলো একটি লোগো। লোগো যেকোনো কোম্পানির পরিচয় বহন করে।এটি আমার নিজের দক্ষতায় তৈরি করেছি। এটি নতুন একটি ডিজা?

একটি লোগো তৈরি করতে করতে অনেক ভাবনা চিন করে তৈরি করতে হয়। একটি লোগো এমন ভাবে তৈরি করতে হয় যেন, সেটি অন্য কোনো লোগোর সাথে মিল না থাকে। বা একই রকম না হয়।  

 

যদি অন্য কোনো লোগোর মতো বা একই রকম হয় তাহলে সেটি নিয়ে সমস্যা হতে পারে। তাই এটি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করতে হয়। প্রতিটি লোগোর মূল্য অনেক। বিদেশের কোম্পানি গুলো এই লোগো গুলো ক্রয় করে। এই লোগো গুলো তৈরি করতে অনেক পরির্শম করতে হয়৷

এটি কোথাও থেকে কপি করা হয় নি। এটি আমি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করেছি। এটি হলো একটি লোগো। লোগো যেকোনো কোম্পানির পরিচয় বহন করে।এটি আমার নিজের দক্ষতায় তৈরি করেছি। এটি নতুন একটি ডিজাইন। এই সব হলো গ্রাফিক্স ডিজাইন এর অন্তর্ভুক্ত। যেখানে অনেক কিছু তৈরি করা হয়। লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, ব্যাগরাউন্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইমেজ ডিজাইন ইত্যাদি। আরো অনেক কিছু তৈরি করা হয়। এবং এগুলো এতো সহজে তৈরি হয় না, এর পিছনে অনেক পরির্শম করতে হয়।

এই ধরনের ডিজাইন কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।


rx Pushpa

78 Blog posts

Comments