ব্যবস্থাপনার আরো কিছু উপকরণ

Comments · 52 Views

অর্থ, বাজার, পদ্ধতি

১. অর্থ :

অর্থ বলতে ধন, সম্পত্তি বা বিত্তকে বোঝায়। অর্থনীতির ভাষায় বিনিময়ের মাধ্যম কে অর্থ বলে। সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক ইসুকৃত বিহিত মুদ্রা কে অর্থ বলে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অন্যতম উপাদান হলো এই অর্থ। অর্থ বা পুঁজি ছাড়া কোন প্রতিষ্ঠানই কার্য গঠন ও পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে সংগ্রহ, অর্থের কার্যকর ব্যবহার, এর যথাযথ পরিচালনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। 

২. বাজার : 

বাজার হলো নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট স্থান বা এলাকায় কোন পণ্যবাসে বাদ বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় বর্তমানকালে এই বাজার ও চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গণ্য। 

৩. পদ্ধতি  :

খাদ্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রম কে পদ্ধতি বলে। কার্যক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ব্যবস্থাপনার অন্যতম উপকরণ। যে কোন প্রতিষ্ঠানে দীর্ঘদিনের কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রতিটি কাজের সুবিধা জনক উপায় ও পদ্ধতির উন্নয়ন ঘটে। কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে স্ট্রিংক্লাব প্রতিষ্ঠিত হয়। সময়ের সাশ্রয় ঘটে এবং দ্রুত সম্পূর্ণ সম্ভব হয়। 

Comments
Read more