অবনমনের শঙ্কায় ইউনাইটেড, হারল চেলসিও

অবনমনের শঙ্কায় ইউনাইটেড, হারল চেলসিও

অবনমনের শঙ্কায় ইউনাইটেড, হারল চেলসিও 

ছয় ম্যাচে পাঁচ হার। না ম্যানচেস্টার সিটি নয়, বলা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা।

 
 

মৌসুমের শুরু থেকেই এতোটা বাজে অবস্থা তাদের, যে নতুন রুবেন আমোরিমও ভাগ্য বদলাতে পারছেন না। হতাশার এক মাস শেষে অবনমনের শঙ্কাটাই এখন বড় হয়ে উঠছে।

 

গতকাল রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট টেবিলের ১৪’তে আছে তারা। অবনমন থেকে কেবল ৭ পয়েন্ট দূরে। সবশেষ এমন বাজে অবস্থায় থেকে রেড ডেভিলরা বছর শেষ করেছে ১৯৮৯ সালে। সেবার তাদের অবস্থান ছিল ১৫’তে।

সময়টা ভালো যাচ্ছে না চেলসিরও। এবার অবনমন অঞ্চলে থাকা ইপসউইচ টাউনের কাছেই ২-০ গোলে হেরে বসল তারা। প্রায় ২৩ বছরের অপেক্ষার শেষে ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ম্যাচে প্রথম জয় পেল ইপসউইচ। ম্যাচে গোল দুটি করেন লিয়াম দেলাপ ও ওমারি হুচিনসন। এই হারে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে নেমেছে চেলসি।

অন্যদিকে সেই ইপসউইচ থেকেই এখন ৭ পয়েন্ট দূরে আছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ মিনিটেই গোল হজম করে বসে তারা। আলেক্সান্দার আইজাকের পর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েলিন্তন। ৪৫ বছরে এই প্রথম ঘরের মাঠে টানা তিন ম্যাচেই হারল রেড ডেভিলরা। শুধু তা-ই নয়, এক মাসে পাঁচবার হারার রেকর্ডটিও  তারা দেখেছে ৬২ বছর পর।


Md. Ashraful Islam

46 Blog posts

Comments