ষোল জুন, বৃহস্পতিবার
বিসমিল্লাহির রাহমানির রাহিম
০ ধর্ম, জাতি ও রাষ্ট্রদ্রোহীদের শাস্তি
০ জাতীয় সংসদে জামায়াত কর্তৃক পেশকৃত ধর্মদ্রোহীতার শাস্তি-বিধান বিল পাশ
০ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও
০ এনজিওদের অপতৎপরতা বন্ধের দাবিতে
বিক্ষোভ সমাবেশ
তারিখ ঃ ১৭ই জুন, শুক্রবার, সময়ঃ বাদ জুমা
স্থান ঃ বায়তুল মোকাররম, উত্তর গেইট
প্রধান বক্তা ঃ মাওঃ মতিউর রহমান নিজামী এম.পি
সেক্রেটারি জেনারেল ও জামায়াত সংসদীয় দলের নেতা
সভাপতি ঃ এ,টি,এম, আজহারুল ইসলাম
দলে দলে যোগ দিন
জামায়াতে ইসলামী বাংলাদেশ, ঢাকা মহানগরী
বাংলাদেশ জমিয়াতুলুল মোদার্রেছীনের পক্ষ থেকে সারা দেশের সকল মাদ্রাসার প্রধ্রধ্রধান ও অন্যান্য শিক্ষকদের জন্য অতি জরুরী বিজ্ঞপ্তি
তসলিমা নাসরিনসহ মুরতাদদের ফাঁসি, কুরআন অবমাননাকারী পত্র পত্রিকা ও বই পুস্তক নিষিদ্ধ ঘোষণা এবং ব্লাসফেমি আইন প্রবর্তনের দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কর্মসূচী
আচ্ছালামু আলাইকুম,
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে মুরতাদ তসলিমা নাসরিনসহ ইসলাম ও রাষ্ট্রদ্রোহীদের ফাঁসি, ইসলাম-শরিয়ত, কুরআন হাদীস অবমাননাকারী পত্র পত্রিকা ও বই পুস্তক প্রকাশনা নিষিদ্ধকরণ এবং ঈমান আকীদা বিরোধী প্রচারণা ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী প্রচারণা ও প্রকাশনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সম্বলিত ব্লাসফেমি আইন প্রবর্তনের দাবীতে নিম্নলিখিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য, আঞ্চলিক জমিয়াত, জেলা জমিয়াত, থানা জমিয়াতসহ সর্বস্তরের সকল সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি এ কর্মসূচী বাস্তবায়নের জন্য আবেদন জানানো যাচ্ছে।
কর্মসূচীসমূহ
২৪শে জুনঃ প্রতিটি থানা জমিয়াত এবং জেলা জমিয়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলসহকারে প্রতিটি থানার টিএনও, জেলার ডিসি এবং ডিভিশন্যাল কমিশনার সাহেবদের নিকট স্মারকলিপি পেশ।
২৫শে জুনঃ সকাল ১০টায় কেন্দ্রীয় জমিয়াত কার্যালয়ে জমিয়াতুল মোদা−র্রছীনের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভা।
২৬শে জুনঃ সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দেশের সকল মাদ্রাসার শিক্ষকদের মহাসমাবেশ এবং বিক্ষোভ মিছিল সহকারে সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ।
এই বিজ্ঞপ্তিতে চূড়ান্ত দাওয়াত হিসাবে গণ্য করবেন। যিনি এই বিজ্ঞপ্তি পড়বেন আল্লাহ ও রসুলের সন্তুষ্টির নিয়তে, এই দাওয়াতনামাকে ফটোস্ট্যাট করে বিভিন্ন মাদ্রাসায় পৌঁছাবেন। বিশেষ করে থানা, জেলা ও আঞ্চলিক জমিয়াত এই দাওয়াত সকলের কাছে যাতে পৌঁছে সেই ব্যবস্থা করবেন