আঠারো জুন, শনিবার
গতকাল আহমদ শরীফের বাড়িতে তিনটে বোমা ছোঁড়া হয়েছে। তাঁর ফাঁসির দাবি নিয়েও একসময় মোল্লারা পথে নেমেছিল। এখন তাঁর নাম উল্লেখ না করলেও তসলিমাগংদের মধ্যে আহমদ শরীফকে ফেলে। আহমদ শরীফ তাদের পুরোনো শষনু। নতুন নতুন শষনু নিয়ে ব্যস্ত থাকলেও পুরোনো শষনুর কথা তারা ভোলেনি। তাই বোমা হামলা। আজ বোমা হামলার নিন্দা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাম্যবাদী দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিপ্লবী শ্রমিক আন্দোলন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন। প্রগতিশীল দলগুলো মৌলবাদীর আন্দোলনকে তসলিমার ব্যক্তিগত ব্যাপার বলে খুব বেশি উμচব!μচউ করেনি। কিন্তু এখন টের পাচ্ছে এ হতে দেওয়া যায় না। ভয়ংকর ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে সবাইকে ছাড়িয়ে মাড়িয়ে এই শক্তিটি। এখন বিবৃতি দিয়ে বসে থাকার সময় নেই আর। সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবান জানিয়েছে ৩০ তারিখ হরতাল প্রতিহত করার। ২৪টি সাংস্কৃতিক সংগঠন প্রতিহতের ব্যাপারে সায় দিয়েছে। এসব সংগঠনের পক্ষ থেকে শেষ পর্যন্ত বলা হল, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দেশে উগ্র মৌলবাদী, ফতোয়াবাজ ও সাম্প্রদায়িক অপশক্তি সাধারণ মানুষের ধর্মানুভূতির অপব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক সংহতি ও গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের চক্রান্তে মেতে উঠেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের ছুতোয় সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর সরকারি নির্দেশে মামলা, হয়রানি ও জুলুম শুরু হয়েছে। সরকারের এই ভূমিকা মৌলবাদী চক্রকে ইন্ধন যোগাচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনকে ব্যাহত করে সাম্প্রদায়িক রাজনীতিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে একাত্তরের ঘাতক জামাত শিবির এবং ক্ষমতাসীন সরকার একযোগে ষড়যন্ত্রমূলক কাজ করে চলেছে। জামাত-জাপার সহযোগিতায় ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর আওয়ামী লীগের আদর্শহীন রাজনীতি থেকে সাম্প্রদায়িক জামাত শিবির পুরো ফায়দা তুলে নেবার সুযোগ পেয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সময় সকল গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশবাসীকে ফতোয়াবাজ সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়েছে।
বাম ফ্রণ্টের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়েছে। এখন আর বিবৃতি নয়, পথে নামবে বাম ফ্রন্ট। আগামী ২৭ জুন বাম গণতান্ত্রিক ফ্রন্ট দাবি দিবস পালন করবে।
মৌলবাদী শক্তিকে প্রতিহত না করলে চলবে না। টনক তবে নড়েছে নেতাদের। জাসদের নেতারা সাম্প্রদায়িক গোষ্ঠীকে ইন্ধন দেয়ার মত আগুন নিয়ে খেলার নীতি অবলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বলেছেন, তসলিমা নাসরিনের সাক্ষাৎকারে প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে মৌলবাদী গোষ্ঠী যে নৈরাজ্যকর ও সহিংস পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে দেশের গণতান্ত্রিক ও মানবতাবোধ সম্পন্ন মানুষ বিক্ষুব্ধ না হয়ে পারে না। ইতিমধ্যে দৈনিক জনকণ্ঠ, আজকের কাগজ প্রভৃতি সংবাদপত্র ও সাংবাদিকদের সরকারি নির্দেশে মামলা, হয়রানি ও জুলুম শুরু হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থাকে পাশ কাটানোর জন্য প্রতিক্রিয়াশীল শক্তিকে ইন্ধন দিয়ে সক্রিয় করার সরকারি নীতি ও আওয়ামী লীগের বিভ্রান্ত ও সংকীর্ণ রাজনীতির সুযোগে জামাত শিবির ও নরঘাতক গোলাম আযমরা নতুন করে শক্তি সঞ্চয়ের যে পরিকল্পনা করছে তা এখনই প্রতিহত না করলে ভবিষ্যতে এই জাতিকে অনেক খেসারত দিতে হবে।
সাম্যবাদী দল বলেছে, বর্তমান সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতের অশুভ আঁতাতের পটভূমিতে জামাত নতুনভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে অগ্রসর করে নিয়ে যাবার জন্য সুযোগের সদ্ব্যবহার করছে। এখনই যদি দেশবাসী সতর্ক না হয়, তবে জামাত ও সাম্প্রদায়িক শক্তি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। গণতান্ত্রিক ছাত্র ঐক্য সাম্প্রদায়িক ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস পালন করবে কাল। গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মধ্যে ছাত্র লীগও আছে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ মৌলবাদ বিরোধী আন্দোলনে নেমে গেলেও আওয়ামী লীগ নামছে না। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে জামাতে ইসলামী আর জাতীয় পার্টিকে নিয়ে